নাটোর : নাটোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সভা করার সময় হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
ওই সময় হিযবুত তাওহীদের ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফের সভাপতিত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম নিয়ে অপরাজনীতি শীর্ষক এক আলোচনা সভা পরিচালিত হচ্ছিল।
আটককৃতরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুর সবুর খান, লোটাবাড়িয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও ঝিনাইদহ জেলার জাদবপুরের নওশের আলীর ছেলে নুহু মুনশী।
এব্যাপারে কমান্ডার আব্দুর রউফ জানান, হিযবুত তাওহীদের লোকজন আমাকে জানিয়েছিল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জঙ্গি, সন্ত্রাস এবং ধর্ম নিয়ে অপরাজনীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভিডিও চিত্রের প্রদর্শনের আয়োজন করতে চাচ্ছে তারা। তাই তাদের অনুমতি দেয়া হয়েছিল। তবে তারা যে নিষিদ্ধ সংগঠনের সদস্য তা আমার জানা ছিলনা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রজেক্টর, ব্যানার ও সাউন্ড সিস্টেমসহ মাইক জব্দ এবং হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
তবে ওই সভায় উপস্থিত অন্যান্যদের কেনো আটক করা হয়নি এ বিষয়ে জানতে তার উত্তর এড়িয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার।