ঢাকা : পরিকল্পিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পখাত বিকাশের লক্ষ্যে একটি শিল্পপার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, উদ্যোক্তাদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে বিসিকের মাধ্যমে এ শিল্পপার্ক স্থাপন করা হবে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া হবে।
রোববার রাজধানীর ধোলাইখালে ‘হালকা প্রকৌশল শিল্প বিকাশে আমদানি বিকল্প যন্ত্রাংশ উৎপাদন’ শীর্ষক সেমিনার ও ম্যাচ-মেকিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর সানাই কমিউনিটি সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়ন জরুরি। এ লক্ষ্য অর্জনে টেকসই ও প্রযুক্তি নির্ভর হালকা প্রকৌশল শিল্পখাতের বিকাশ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ শিল্পখাত প্রসারিত হলে, দেশেই আমদানি বিকল্প যন্ত্রাংশ উৎপাদন ও প্রশিক্ষিত জনবল তৈরি হবে। ফলে আমদানিখাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণের নতুন সুযোগ সৃষ্টি হবে। হালকা প্রকৌশল শিল্পখাতের উন্নয়ন সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরণেন নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সেমিনারে বক্তারা আর্থ-সামাজিক উন্নয়নে হালকা প্রকৌশল শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪০ হাজার হালকা প্রকৌশল শিল্প রয়েছে। এসব কারখানায় সরাসরি ৬ লাখ এবং পরোক্ষভাবে ৬০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এ পর্যন্ত এ শিল্পখাতে বিনিয়োগের পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা। দেশে প্রতিবছর এ খাতে প্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি আমদানি বিকল্প যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদিত হয়। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হালকা প্রকৌশল শিল্পখাত শতকরা ২.২৯ ভাগ অবদান রাখছে বলে জানান তারা।
বক্তারা বলেন, এ শিল্পখাতের উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত এসএমই অর্থায়ন তহবিল থেকে ১শ’ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দের তাগিদ দেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কেএম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাইকা বাংলাদেশের প্রতিনিধি মিকিও হাতায়েদা, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ ইহসানুল করিম, জাইকার সিনিয়র ভলান্টিয়ার তেতসুইয়া সাইতো বক্তব্য রাখেন।