নাটোর: নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালী এলাকার কনক (১৫) নামের এক দোকান শ্রমিক চারদিন ধরে নিখোঁজ রয়েছে।
গত চারমাস ধরে শহরের আলাইপুর এলাকার নীলা এন্টারপ্রাইজে (রংয়ের দোকান) কর্মরত ছিল। কনক কানাইখালী জেলে পাড়ার জীতেন্দ্র নাথ দাসের ভায়রা প্রশান্ত দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীতেন্দ্র নাথ দাসের বাড়িতেই থাকতো।
এ ব্যাপারে কনকের ভাই রতন কুমার দাস বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী থেকে জানা যায়, জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামের প্রশান্ত দাসের ছেলে কনক কুমার দাস গত ১৩ বছর ধরে তার মেসো নাটোর শহরের কানাইখালী জেলে পাড়া মহল্লার জীতেন্দ্র নাথ দাসের বাড়িতেই থাকতো। তিনি গত চারমাস ধরে আলাইপুর এলাকার নীলা এন্টারপ্রাইজে (রংয়ের দোকান) কর্মরত ছিল। গত ১৮ ডিসেম্বর সকাল ৮ টার দিকে কনক তার কর্মস্থল নীলা এন্টারপ্রাইজ থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা পর কনক বাড়িতে ফিরে না এলে জীতেন দাস ও তার পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে। তারা নীলা এন্টারপ্রাইজসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পায়নি। বাধ্য হয়ে কনকের মাসতুতো ভাই রতন কুমার দাস বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
নীলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কালাচাঁদ দাস জানান, কনক ১৮ ডিসেম্বর দোকানের বিশ হাজার টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।