বাংলার খবর২৪.কম,ফটিকছড়ি: অবিরাম বর্ষণ ও হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুর ও মৎস্য প্রকল্প। পানিতে ডুবে রয়েছে প্রধান সড়কসহ গ্রামীণ হাজারো সড়ক। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
সরেজমিনে উপজেলার নারায়ানহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল এলাকা ঘুরে দেখা যায়, নারায়ানহাট ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পুকুর ও মৎস্য প্রকল্প ভেসে গেছে। সেই সঙ্গে গ্রামের বিভিন্ন সড়ক পানিতে ডুবে থাকায় মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে।
ভূজপুর ইউনিয়নের হালদা নদীর সিংহরিয়া অংশে প্রায় তিন ফুট বাঁধ ভেঙে কোডবাড়ীয়া, সিংহরিয়া, পশ্চিম কৈয়া, পূর্ব ভূজপুর, আমতলী, আজিমপুর ও পশ্চিম ভূজপুর এলাকার হাজারো পরিবার পানিবন্দি রয়েছে।
সেই সাথে দুই শতাধিক ঘরে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। তিনি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। উক্ত এলাকার রামগড় সেকসন-১ সড়ক প্রায় বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে কয়েক কিলোমিটার সড়কের উপর চার ফুট পানির নিচে ডুবে থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার আরো বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়েছে। সেই সঙ্গে হাজারো কৃষকের দুই হাজারের অধিক হেক্টর আমন ধানি জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান