রাজশাহী : রাজশাহী নগরীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (ইবিমেক) হাসপাতালের লকার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩ টার টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ (৪৫) নামের এক সন্দেভাজনকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেছে হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা।
রোববার সকালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আওয়াল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাসুদ ঝালকাঠি জেলার রাজাপুরের আজিজ হাওলাদারের ছেলে।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাসুদকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় সকালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আওয়াল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বর্তমানে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের একাডেমিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুদ জানান, শনিবার রাতে হাসপাতালের পশ্চিম পাশের গ্রিল কেটে ভেতরের ক্যাশ শাখায় প্রবেশ করে একদল চোর। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী হাবিবকে তারা লোহার রড দিয়ে আঘাত করলে হাবিব জ্ঞান হারায়। পরে তিনটি লকার ভেঙ্গে ৩৫ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। তবে তারা হাসপাতালের মূল ভল্ট ভাঙ্গতে পারেনি।
পরে পালানোর সময় রোগীদের স্বজন ও দায়িত্বরত স্টাফরা ধাওয়া করে মাসুদকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে টাকা উদ্ধারের বিষয়টি তাদের জানা নেই বলে জানান ওসি সায়েদুর রহমান ভুঁইয়া।