ঢাকা : তারেক রহমান মুক্তিযুদ্ধকে ধর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, একাত্তরের পাক-হানাদার ও ঘাতক দালালেরা যেভাবে আমাদের মা-বোনদের ইজ্জৎ লুট ও ধর্ষণ করেছিল। ঠিক তেমনিভাবে আজকে স্বাধীনতার ৪৩ বছর পর এসে মুক্তিযুদ্ধকে ধর্ষণ করছে তারেক জিয়া। তারেক ইতিহাস বিকৃত আর তথ্য সন্ত্রাস চালাচ্ছে বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে লাদেনী মার্কা আন্দোলন। ভিডিও-অডিও মার্কা এই আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেবে না। ২০১৩ সালের মত দেশে সন্ত্রাস চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ।
জিয়া রাজাকার আল-বদরদের সংমিশ্রণে বিএনপির জন্ম দেয় বলেও মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, ৭১ এর ঘাতকদের মন্ত্রী করে জিয়া যেভাবে বাংলাদেশের পতাকাকে কলুষিত করেছে, তার মর্মান্তিক মৃত্যুর পর ঠিক একি পথে হাটছে খালেদা জিয়া ও তার ছেলে তারেক। তাদের উৎস একই তারা মুদ্রার এপিঠ ওপিঠ।
তিনি বলেন, খালেদা জিয়ার চলাফেরায় যেরকম শালীনতা নেই ঠিক তেমনি ভাবেই তার কথাবার্তায়ও শালীনতা নেই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তার অশালীন কথাবার্তা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত।
৫ জানুয়ারি নির্বাচন সম্পর্কে কামরুল বলেন, এই নির্বাচনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির বিজয় হয়েছে। ব্যালট বিপ্লব হয়েছে।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আর কোন সুযোগ নেই, যে ব্যবস্থা বাতিল হয়েছে তা আর ফিরে আসবেনা এবং দেশে আর কোন মধ্যবর্তী নির্বাচন হবে না। ২০১৯ সালের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন(খালেদা)। যেহেতু আপনারা সংসদের প্রতিনিধিত্ব করেন না সেহেতু আপনাদের সাথে আলোচনা করার কোন প্রশ্নই আসেনা।
বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহের হোসেন মোল্লা, এডভোকেট খন্দকার সামসুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান