ঢাকা : প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন- ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ মো. ফিরোজ মোল্লা, একই প্রতিষ্ঠানের বিলিং শাখার প্রাক্তন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম শরিফ, মিন্টু ইলেকট্রনিক্সের মালিক মো. মিন্টু, সিলেটের বাসিন্দা মো. কবিরুল ইসলাম ও ভৈরবের বাসিন্দা আনোয়ার সাদাত।
দুদক সূত্রে জানা যায়, আসামিগণ পরস্পর যোগসাজসে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের ২কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৮৬৬ টাকা সাউথইস্ট ব্যাংকের প্রগতি স্মরণী শাখা থেকে উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। যা পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তর হয়।
যা দুদক আইনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কমিশন মামলা দায়েরের অনুমোদন দেয়।