কক্সবাজার : রামু উপজেলার উপ-নির্বাচনের ভোট গ্রহণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
রোববার সকাল ১১ টার দিকে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের উপর এ হামলা চালানো হয়। এসময় তাদের দু’টি ক্যামরাও ভাংচুর করা হয়।
আহতরা হলেন, একাত্তর টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও এস এ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন।
আহত সাংবাদিকরা জানান, তারা দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পর্যবেক্ষণ করে বের হয়ে আসার পথে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল আলমের সমর্থক যুবলীগ নেতা কুদরত উল্লাহ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউনুস ভুট্টোর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক তাদেরকে মারধর করে ক্যামরা কেড়ে নেয়। পরে ক্যামরা দু’টি ভাংচুর করা হয়। তবে এ ব্যাপারে তারা প্রশাসনকে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে।
এদিকে প্রায় সব কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী ও জামায়াত সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মুহাম্মদ হাসানও এ অভিযোগ করেছেন।
জাল ভোট কেন্দ্র দখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে দায়িত্বরত সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান