ঢাকা : সপ্তাহের প্রথম দিনে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারল না দেশের প্রধান দুই পুঁজিবাজার। লেনদেন বাড়লেও সবগুলো সূচক ছিল নেতিবাচক ধারায়। দিন শেষে দুই বাজারে দুইশত ষাট কোটি টাকার লেনদেন হয়েছে। এসময় অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে।
রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪৮৪৯ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক শুন্য দশমিক ৬ পয়েন্ট কমে স্থির হয়েছে ১১৪৪ পয়েন্টে। এবাজারে লেনদেনকৃত ৩০৭ টি কো¤পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১২৬ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির শেয়ারের দর।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮০ লাখ টাকার। যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায় এদিন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, জ্বালানি ও রসায়ন এবং বীমা খাতের শেয়ারের দর পতন ঘটে সবচেয়ে বেশি।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই) সার্বিক সূচক পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৯৫৯ পয়েন্টে হলেও বাকি সূচকগুলো নেতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে। এ বাজারেও অধিকাংশ শেয়ারের দর কমে যায়। এসময় লেনদেন হয় ২১ কোটি ৭৫ লাখ টাকার। লেনদেনকৃত ২৫১ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান