
নীলফামারী : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের জিকরুল হক সড়কের সৈয়দপুর রেস্ট হাউস থেকে অবৈধ কার্যকলাপের সময় এক জোড়া প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেস্ট হাউসে (জসিম বিল্ডিং) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ওই প্রেমিক যুগলকে হাজির করা হলে বিচারক তাদেরকে অর্থ দণ্ড প্রদান করে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের স্কুল শিক্ষক মহির উদ্দিনের পুত্র এক সন্তানের জনক দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র হেলাল উদ্দিন (২৫) ও নীলফামারী জেলা শহরের মোক্তারপাড়ার নঈমুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে নাজমুন আকতার উর্মি (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে সৈয়দপুর রেস্ট হাউসে (জসিম বিল্ডিং) অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় প্রেমিক জুটিকে আটক করে। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা হেলালকে তিন হাজার ও উর্মিকে এক হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করে।