ঢাকা: স্পানিশ লা লিগার ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে নবাগত করদোভাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে অপর তিনটি গোল করেছেন পিকে, পেদ্রো ও লুইস সুয়ারেজ। এ নিয়ে লিগের অষ্টম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন সুয়ারেজ।
নিজেদের মাঠে অর্থাৎ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় কাতালানরা। ইভান রাকিতিচের পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের প্রথম গোলটি আদায় করে নেন পেদ্রো।
এরপর প্রথমার্ধে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোল তুলে নিতে পারেনি বার্সার আক্রমণভাগ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ফলাফলও পেয়ে যায় হাতেনাতেই। ম্যাচের ৫৩তম মিনিটে লা লিগার প্রথম গোলটি পান সুয়ারেজ। পেদ্রোর পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
ম্যাচের ৮০তম মিনিটে দারুণ এক হেডে স্কোর লাইন ৩-০ করেন জেড়ার্ড পিকে। এরপর ম্যাচের শেষ দশ মিনিটে দুটি গোল তুলে নিয়ে বার্সাকে বড় জয় এনে দেন চার বারের বর্ষসেরা খেলোয়াড় মেসি।
কর্ণার থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে সহজেই ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। যোগকরা সময়ে জর্ডি আলবার পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন আর্জেন্টাইন অধিনায়ক।