কলকাতা: ভারতে ধর্মান্তরণ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রমুখ মোহন ভাগবত। কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের সভায় ভাগবত বলেন, 'যুবকদের যৌবন যাওয়ার আগে দেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দেওয়া হবে'। তিনি পাকিস্তানকেও ভারতের ভূমি বলেছেন।
তার মতে, হিন্দু সমাজ এবার জেগে গিয়েছে, তাই কারও ভয় পাওয়ার দরকার নেই। বলেন, 'আমরা কারও পরিবর্তন করি না। যারা বিপথে চালিত হয়েছেন, তাদের ফিরিয়ে আনি। আমাদের লোকও এ ভাবেই গিয়েছিল। লোভ-লালসায় লুঠ চালানো হয়। আমাদের জিনিস লুঠ করা হয়েছিল, আমরা নিজেদের জিনিস ফিরিয়ে আনছি। কারও কী অসুবিধা হচ্ছে? আপনাদের পছন্দ না-হলে আইন আনুন।'
এখানেই থামেননি তিনি। তার মন্তব্য, হিন্দু ছাড়া কারও উপকার হবে না। বলেছেন, 'আমরা কারও পরিবর্তন করি না। কিন্তু হিন্দু পরিবর্তন নিয়ে না-এলে হিন্দুত্ব কখনও পাল্টাবে না। আমরা এই ইস্যুতে অটল। যারা মাথা কেটে দেন, তাদের হাত থেকে লোকেদের বাঁচাব।'
তিনি বলেন, যতক্ষণ হিন্দু মজবুত, এক একজোট হবে না, শান্তি স্থাপিত হবে না। পাকিস্তানকেও ভারতভূমি বলেছেন ভাগবত। বলেছেন, '১৯৪৭ সালে যা হয়েছে, তার ফলে পাকিস্তান গঠিত হয়েছে। এটি স্থায়ী নয়। পাকিস্তান অনেক অপরাধ করছে। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অপরাধ করছে। আর আমরা সহ্য করি। কিন্তু এবার আর না। আমরা জানি কী করতে হবে। সারা বিশ্বে সন্ত্রাসবাদে ভীত লোকেদের সাহায্য একমাত্র হিন্দুরাই করতে পারে।'- ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান