
বাংলার খবর২৪.কম,ডিমলা (নীলফামারী) : তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাতে ওই এলাকায় রেড এ্যালার্ট জারি করেছেন সংশ্লিষ্টরা। তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট শুক্রবার রাত ১০টায় তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবার ফলে এই রেড এ্যালার্ট জারী করা হয়। তবে শনিবার দুপুরে তিস্তার পানি কিছুটা কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহ অব্যাহত ছিল।
তিস্তা গর্জে উঠায় নদী বাঁমতীর ও ডান-তীরের বাঁধ ঘেঁষে প্রবাহ হওয়ায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের দোলাপাড়া নামক স্থানে বাঁধের হার্ড পয়েন্টর ৪নং নম্বর স্পার বাধ ভাঙ্গনের মুখে পড়েছে। স্পার বাধটির উজানের ১৫মিটার পাড়ের মধ্যে ১০ মিটার বিধস্থ্য হয়েছে। এ ছাড়া ওই এলাকার ১০ একর আবাদী জমি ফসলসহ নদী গর্ভে বিলিন হয়েছে।
খালিশা চাপানি ইউনিয়নের ইউপি সদস্য তফেল উদ্দিন জানায়, প্রবল বন্যার কারনে রাতে এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানায়, শুক্রবার রাতে তিস্তা নদীর সংলগ্ন ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাইশপুকুরে গ্রামের রাস্তায় গ্রামবাসীর পাশাপাশি গ্রাম্য পুলিশ মেতায়েন করা হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে তিস্তার পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সর্বত্র সতর্ক অবস্থা জারী করা হয়েছিল।