বার্লিন: জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷
জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট' বা পেজিডা-র আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷
যদিও মনে করা হয়, পেজিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷
পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধিতা করছে৷'' পেজিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷
পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷
প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেজিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড' হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷- ডিডব্লিউ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান