পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ইসলামবিরোধী সমাবেশের ‘পক্ষে’ এক তৃতীয়াংশ জার্মান

বার্লিন: জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷

জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট’ বা পেজিডা-র আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷

যদিও মনে করা হয়, পেজিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷

পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধিতা করছে৷” পেজিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷

পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷

প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেজিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড’ হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷- ডিডব্লিউ।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ইসলামবিরোধী সমাবেশের ‘পক্ষে’ এক তৃতীয়াংশ জার্মান

আপডেট টাইম : ০২:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪

বার্লিন: জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷

জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট’ বা পেজিডা-র আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷

যদিও মনে করা হয়, পেজিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷

পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধিতা করছে৷” পেজিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷

পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷

প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেজিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড’ হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷- ডিডব্লিউ।