অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

সপ্তাহের রাশিফল (২১ ডিসেম্বর-২৭ ডিসেম্বর ২০১৪)

মেষ: ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়তে পারে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। সপ্তাহের আদ্যভাগে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান, প্রিয়বন্ধুর সহায়তায় বিপদ থেকে উদ্ধার। মধ্যভাগে দীর্ঘলালিত কোনো আশা পূরণ হতে পারে, উচ্চশিক্ষা ও গবেষণায় বিলম্বিত সুযোগ। অন্তভাগে বাড়তি আয়ের সূত্রে বাহন ক্রয়ের সুযোগ। মেষ লগ্নে জাত ব্যক্তির উপস্থিতবুদ্ধিতে কর্মস্থলে ঝামেলার মোকাবিলা। কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসতে পারে।

বৃষ: কল্যাণকাজে খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি। উদ্যম ও অধ্যবসায়ে কর্মে পদোন্নতি। নিমাঙ্গের পীড়ায় ক্লেশ ও কাজকর্মে বাধা। সপ্তাহের আদ্যভাগে বাহন ও সম্পত্তি ক্রয়ের শুভ যোগ, সন্তানের মেধার বিকাশ ও বিদ্যার্জনে সাফল্য, কলাবিদ্যার চর্চায় ব্যুৎপত্তি। মধ্যভাগে শত্রুদের মোকাবিলা করার মানসিক বল বৃদ্ধি, প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলোচনা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন, পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। বৃষ লগ্নে জাত ব্যক্তির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও বৃহত্তর সংস্থায় কাজের সুযোগ। পেটের গোলমালে দুর্ভোগ।

মিথুন: কর্মক্ষেত্রে পরিস্থিতির অবনতিতে দুশ্চিন্তা। অবসাদ কাজকর্মের বাধা হয়ে দাঁড়াতে পারে। গুরুজনের পরামর্শে শুভ ফলের আশা। সপ্তাহের আদ্যভাগে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে, আলস্যে বা উদাসীনতায় শুভ সুযোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। মধ্যভাগে অপ্রিয় সত্যকথনে প্রিয়জনের সঙ্গে দূরত্ব বৃদ্ধির আশঙ্কা, তৃতীয় ব্যক্তির কলকাঠিতে প্রেমপ্রণয়ে অনিশ্চয়তা বাড়বে। অন্তভাগে সতর্কতার অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। মিথুন লগ্নে জাত ব্যক্তির কর্মে অতিরিক্ত দায়িত্বের চাপে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। ভ্রমণের পরিকল্পনা কোনো কারণে ভেস্তে যেতে পারে।

কর্কট: কর্মক্ষেত্রে বদলি ও দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। উপার্জন বৃদ্ধির সুবাদে বৈষয়িক সুস্থিতি। লোক-লৌকিকতা নিয়ে আত্মীয়কুটুম্বের সঙ্গে দূরত্ব বাড়ার আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে অতিকথন ও অযৌক্তিক কথাবার্তা বিপত্তি ডেকে আনতে পারে, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। মধ্যভাগে মনের চঞ্চলতা ও বুদ্ধির অস্থিরতায় কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা, সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দেওয়ার দরকার। অন্তভাগে গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন, সমাজকল্যাণে অবদানের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি। কর্কট লগ্নে জাত ব্যক্তির পানীয় দ্রব্যের ব্যবসায় সাফল্য ও উপার্জন বৃদ্ধি। বন্ধুদের সহায়তায় সম্পত্তি-সমস্যার সমাধান। দেহারোগ্যের জন্য মা-বাবাকে নিয়ে স্বাস্থ্যকর স্থানে অবস্থানের পরিকল্পনা।

সিংহ: অপচয় ও ব্যয় বৃদ্ধির দরুন অর্থসঙ্কটের আশঙ্কা। অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাহবা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। সপ্তাহের আদ্যভাগে নিম্নাঙ্গের পীড়ায় অস্ত্রোপচারের সম্ভাবনা, পরিচিতজনের ফাঁদেই প্রতারিত হওয়ার আশঙ্কা। মধ্যভাগে বিতর্কবিবাদ ও কর্কশ বাক্য বিপত্তি ডেকে আনতে পারে, উচ্চতর বিদ্যার্জনের সূত্রে বিদেশে কাজকর্মের যোগাযোগ। অন্তভাগে বিমা বা শেয়ার সূত্রে অর্থাগম, দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে অপদস্থ হতে পারেন। সিংহ লগ্নে জাত ব্যক্তির বক্তা হিসেবে প্রশংসা জুটতে পারে। শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও কর্মোন্নতি অধরা। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা, ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

কন্যা: ব্যবসায় জটিলতা বাড়লেও বিশেষ সাফল্য ও উপার্জন বৃদ্ধি। কঠোরতা এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে। সপ্তাহের আদ্যভাগে হঠকারিতায় কাজ পণ্ড হওয়ার আশঙ্কা, অকারণ বাদানুবাদ থেকে কর্মক্ষেত্রে বিড়ম্বনা, সম্পত্তি-বিবাদ ঘিরে ভাইবোন ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি। মধ্যভাগে দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকাই ভাল, কোনো বন্ধুর প্রবঞ্চনায় মনঃপীড়া। অন্তভাগে সত্কাজে প্রশংসা লাভ, শত্রুর শক্তিক্ষয়ে কিছুটা হলেও স্বস্তি। কন্যা লগ্নে জাত ব্যক্তির অন্যমনস্কতা বিপত্তি ডেকে আনতে পারে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। সন্তানের লেখাপড়ার উন্নতিতে উদ্বেগের অবসান। প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা।

তুলা: দেরিতে হলেও উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ মিলতে পারে। হস্তশিল্পে নৈপুণ্য ও উপার্জন বৃদ্ধি। সপ্তাহের আদ্যভাগে স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক অশান্তির অবসান, কান, গলা ও নাকের সমস্যায় ভোগান্তি। মধ্যভাগে উপকারের প্রতিদান প্রত্যাশা করলে ঠকতে হতে পারে, রক্তে শর্করা বৃদ্ধিতে নানা ধরনের শারীরিক সমস্যা। অন্তভাগে দুষ্ট প্রতিবেশীর মোকাবিলায় আইনের সহায়তা কাজে আসতে পারে, অনেক চেষ্টার পরে ন্যায্য পাওনা আদায়। তুলা লগ্নে জাত ব্যক্তির প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সুবাদে বিদেশযাত্রার শুভ যোগ। কল্যাণকাজে আত্মনিয়োগ। সন্তানের ব্যাপারে সুদূরপ্রসারী সিদ্ধান্ত না-নেওয়াই ভালো।

বৃশ্চিক: পরিকল্পনার ক্রুটি ও মানসিক অস্থিরতার জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। অতিরিক্ত ভাবপ্রবণতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। শত্রুদের সঙ্গে সম্মানজনক শর্তে সমঝোতার সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে গঠনমূলক কাজে শ্রমদান, বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে বৃহত্তর সংস্থায় বিকল্প কর্মসংস্থানের যোগ। মধ্যভাগে মাত্রাছাড়া ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা, জমি বা বাড়ি কেনার ব্যাপারে বাধা আসতে পারে। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ, গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির বহুমুখী কর্মপ্রতিভার বিকাশ, উন্নতি ও বদলির সম্ভাবনা। মূল্যবান বৈদেশিক দ্রব্যাদি প্রাপ্তির যোগ। পিত্তবিকার ও উদরপীড়ায় ভোগান্তি।

ধনু: মাথা বা শরীরের অন্য অংশে ব্যাধির প্রকোপ বা আঘাতের আশঙ্কা। নামী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। গুরুজন ও গুণী ব্যক্তির সান্নিধ্যে আত্মিক বিকাশ। সপ্তাহের আদ্যভাগে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা, স্থানান্তরে ভাগ্যোদয়। মধ্যভাগে বিমা ও শেয়ার সূত্রে লাভ, কূটনৈতিক কাজে কৃতিত্ব। অন্তভাগে আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণপরিশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে, কোনো আত্মীয়ের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ। ধনু লগ্নে জাত ব্যক্তির অতিক্রোধ স্বজনমহলে বিড়ম্বনা ডেকে আনতে পারে। সৃষ্টিশীল কাজের স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে। হাঁটুর সমস্যায় দুর্ভোগ।

মকর: উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। আকস্মিক অঘটনে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। ঈর্ষাকাতর স্বজনদের কলকাঠিতে গৃহপরিবেশে অশান্তির ছায়া। সপ্তাহের আদ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝামেলায় কাজকর্মে ব্যাঘাত, কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা। মধ্যভাগে জমি ক্রয় ও গৃহনির্মাণের পরিকল্পনা, সংক্রমণজনিত ব্যাধিতে দুর্ভোগ। অন্তভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, হস্তশিল্পে নৈপুণ্য উপার্জনের বিকল্প পথ দেখাতে পারে। মকর লগ্নে জাত ব্যক্তির পৈতৃক ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে। সম্পত্তি-মামলার সুষ্ঠু নিষ্পত্তির সম্ভাবনা। চক্ষু সংক্রান্ত পীড়া ভোগাবে।

কুম্ভ: বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতাদের মন জয় করতে পারেন। জমি ক্রয়বিক্রয়ে বহু লাভ। সন্তানের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিতে উদ্বেগের অবসান। সপ্তাহের আদ্যভাগে অনৈতিক কাজের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিড়ম্বনার আশঙ্কা, চিকিত্সক ও আইনজীবীদের শুভ সময়। মধ্যভাগে বন্ধুর প্রতারণায় মানসিক আঘাত, মন ও বুদ্ধির অস্থিরতায় কর্ম পরিকল্পনা ব্যাহত, প্রিয়জনের স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা বাড়বে। অন্তভাগে জনহিতকর প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির সৎ সাহস ও দৃঢ়সঙ্কল্প ভাগ্যোদয়ের সহায়ক হতে পারে। বিলাসদ্রব্যের ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

মীন: স্বজনদের শত্রুতায় পারিবারিক অশান্তি বৃদ্ধি ও বাসস্থান বদলের চিন্তা। বিতর্কবিবাদ বা পুলিশি ঝামেলায় কাজকর্মে বাধা। কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলি। সপ্তাহের আদ্যভাগে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি, শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো। মধ্যভাগে গৃহসংস্কারের পরিকল্পনায় বাধা, গুরুজনের বার্ধক্যজনিত পীড়ায় ভোগান্তি। অন্তভাগে দেরিতে হলেও উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ, বিপদের আশঙ্কা সত্ত্বেও অনৈতিক কাজের প্রতিবাদ করে প্রশংসা লাভ। মীন লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা। অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য মানসিক চাপ বাড়বে। তলপেটে অস্ত্রোপচারের সম্ভাবনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

সপ্তাহের রাশিফল (২১ ডিসেম্বর-২৭ ডিসেম্বর ২০১৪)

আপডেট টাইম : ০২:১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪

মেষ: ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়তে পারে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। সপ্তাহের আদ্যভাগে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান, প্রিয়বন্ধুর সহায়তায় বিপদ থেকে উদ্ধার। মধ্যভাগে দীর্ঘলালিত কোনো আশা পূরণ হতে পারে, উচ্চশিক্ষা ও গবেষণায় বিলম্বিত সুযোগ। অন্তভাগে বাড়তি আয়ের সূত্রে বাহন ক্রয়ের সুযোগ। মেষ লগ্নে জাত ব্যক্তির উপস্থিতবুদ্ধিতে কর্মস্থলে ঝামেলার মোকাবিলা। কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসতে পারে।

বৃষ: কল্যাণকাজে খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি। উদ্যম ও অধ্যবসায়ে কর্মে পদোন্নতি। নিমাঙ্গের পীড়ায় ক্লেশ ও কাজকর্মে বাধা। সপ্তাহের আদ্যভাগে বাহন ও সম্পত্তি ক্রয়ের শুভ যোগ, সন্তানের মেধার বিকাশ ও বিদ্যার্জনে সাফল্য, কলাবিদ্যার চর্চায় ব্যুৎপত্তি। মধ্যভাগে শত্রুদের মোকাবিলা করার মানসিক বল বৃদ্ধি, প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলোচনা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন, পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। বৃষ লগ্নে জাত ব্যক্তির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও বৃহত্তর সংস্থায় কাজের সুযোগ। পেটের গোলমালে দুর্ভোগ।

মিথুন: কর্মক্ষেত্রে পরিস্থিতির অবনতিতে দুশ্চিন্তা। অবসাদ কাজকর্মের বাধা হয়ে দাঁড়াতে পারে। গুরুজনের পরামর্শে শুভ ফলের আশা। সপ্তাহের আদ্যভাগে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে, আলস্যে বা উদাসীনতায় শুভ সুযোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। মধ্যভাগে অপ্রিয় সত্যকথনে প্রিয়জনের সঙ্গে দূরত্ব বৃদ্ধির আশঙ্কা, তৃতীয় ব্যক্তির কলকাঠিতে প্রেমপ্রণয়ে অনিশ্চয়তা বাড়বে। অন্তভাগে সতর্কতার অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। মিথুন লগ্নে জাত ব্যক্তির কর্মে অতিরিক্ত দায়িত্বের চাপে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। ভ্রমণের পরিকল্পনা কোনো কারণে ভেস্তে যেতে পারে।

কর্কট: কর্মক্ষেত্রে বদলি ও দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। উপার্জন বৃদ্ধির সুবাদে বৈষয়িক সুস্থিতি। লোক-লৌকিকতা নিয়ে আত্মীয়কুটুম্বের সঙ্গে দূরত্ব বাড়ার আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে অতিকথন ও অযৌক্তিক কথাবার্তা বিপত্তি ডেকে আনতে পারে, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। মধ্যভাগে মনের চঞ্চলতা ও বুদ্ধির অস্থিরতায় কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা, সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দেওয়ার দরকার। অন্তভাগে গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন, সমাজকল্যাণে অবদানের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি। কর্কট লগ্নে জাত ব্যক্তির পানীয় দ্রব্যের ব্যবসায় সাফল্য ও উপার্জন বৃদ্ধি। বন্ধুদের সহায়তায় সম্পত্তি-সমস্যার সমাধান। দেহারোগ্যের জন্য মা-বাবাকে নিয়ে স্বাস্থ্যকর স্থানে অবস্থানের পরিকল্পনা।

সিংহ: অপচয় ও ব্যয় বৃদ্ধির দরুন অর্থসঙ্কটের আশঙ্কা। অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাহবা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। সপ্তাহের আদ্যভাগে নিম্নাঙ্গের পীড়ায় অস্ত্রোপচারের সম্ভাবনা, পরিচিতজনের ফাঁদেই প্রতারিত হওয়ার আশঙ্কা। মধ্যভাগে বিতর্কবিবাদ ও কর্কশ বাক্য বিপত্তি ডেকে আনতে পারে, উচ্চতর বিদ্যার্জনের সূত্রে বিদেশে কাজকর্মের যোগাযোগ। অন্তভাগে বিমা বা শেয়ার সূত্রে অর্থাগম, দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে অপদস্থ হতে পারেন। সিংহ লগ্নে জাত ব্যক্তির বক্তা হিসেবে প্রশংসা জুটতে পারে। শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও কর্মোন্নতি অধরা। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা, ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

কন্যা: ব্যবসায় জটিলতা বাড়লেও বিশেষ সাফল্য ও উপার্জন বৃদ্ধি। কঠোরতা এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে। সপ্তাহের আদ্যভাগে হঠকারিতায় কাজ পণ্ড হওয়ার আশঙ্কা, অকারণ বাদানুবাদ থেকে কর্মক্ষেত্রে বিড়ম্বনা, সম্পত্তি-বিবাদ ঘিরে ভাইবোন ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি। মধ্যভাগে দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকাই ভাল, কোনো বন্ধুর প্রবঞ্চনায় মনঃপীড়া। অন্তভাগে সত্কাজে প্রশংসা লাভ, শত্রুর শক্তিক্ষয়ে কিছুটা হলেও স্বস্তি। কন্যা লগ্নে জাত ব্যক্তির অন্যমনস্কতা বিপত্তি ডেকে আনতে পারে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। সন্তানের লেখাপড়ার উন্নতিতে উদ্বেগের অবসান। প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা।

তুলা: দেরিতে হলেও উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ মিলতে পারে। হস্তশিল্পে নৈপুণ্য ও উপার্জন বৃদ্ধি। সপ্তাহের আদ্যভাগে স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক অশান্তির অবসান, কান, গলা ও নাকের সমস্যায় ভোগান্তি। মধ্যভাগে উপকারের প্রতিদান প্রত্যাশা করলে ঠকতে হতে পারে, রক্তে শর্করা বৃদ্ধিতে নানা ধরনের শারীরিক সমস্যা। অন্তভাগে দুষ্ট প্রতিবেশীর মোকাবিলায় আইনের সহায়তা কাজে আসতে পারে, অনেক চেষ্টার পরে ন্যায্য পাওনা আদায়। তুলা লগ্নে জাত ব্যক্তির প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সুবাদে বিদেশযাত্রার শুভ যোগ। কল্যাণকাজে আত্মনিয়োগ। সন্তানের ব্যাপারে সুদূরপ্রসারী সিদ্ধান্ত না-নেওয়াই ভালো।

বৃশ্চিক: পরিকল্পনার ক্রুটি ও মানসিক অস্থিরতার জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। অতিরিক্ত ভাবপ্রবণতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। শত্রুদের সঙ্গে সম্মানজনক শর্তে সমঝোতার সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে গঠনমূলক কাজে শ্রমদান, বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে বৃহত্তর সংস্থায় বিকল্প কর্মসংস্থানের যোগ। মধ্যভাগে মাত্রাছাড়া ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা, জমি বা বাড়ি কেনার ব্যাপারে বাধা আসতে পারে। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ, গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির বহুমুখী কর্মপ্রতিভার বিকাশ, উন্নতি ও বদলির সম্ভাবনা। মূল্যবান বৈদেশিক দ্রব্যাদি প্রাপ্তির যোগ। পিত্তবিকার ও উদরপীড়ায় ভোগান্তি।

ধনু: মাথা বা শরীরের অন্য অংশে ব্যাধির প্রকোপ বা আঘাতের আশঙ্কা। নামী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। গুরুজন ও গুণী ব্যক্তির সান্নিধ্যে আত্মিক বিকাশ। সপ্তাহের আদ্যভাগে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা, স্থানান্তরে ভাগ্যোদয়। মধ্যভাগে বিমা ও শেয়ার সূত্রে লাভ, কূটনৈতিক কাজে কৃতিত্ব। অন্তভাগে আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণপরিশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে, কোনো আত্মীয়ের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ। ধনু লগ্নে জাত ব্যক্তির অতিক্রোধ স্বজনমহলে বিড়ম্বনা ডেকে আনতে পারে। সৃষ্টিশীল কাজের স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে। হাঁটুর সমস্যায় দুর্ভোগ।

মকর: উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। আকস্মিক অঘটনে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। ঈর্ষাকাতর স্বজনদের কলকাঠিতে গৃহপরিবেশে অশান্তির ছায়া। সপ্তাহের আদ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝামেলায় কাজকর্মে ব্যাঘাত, কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা। মধ্যভাগে জমি ক্রয় ও গৃহনির্মাণের পরিকল্পনা, সংক্রমণজনিত ব্যাধিতে দুর্ভোগ। অন্তভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, হস্তশিল্পে নৈপুণ্য উপার্জনের বিকল্প পথ দেখাতে পারে। মকর লগ্নে জাত ব্যক্তির পৈতৃক ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে। সম্পত্তি-মামলার সুষ্ঠু নিষ্পত্তির সম্ভাবনা। চক্ষু সংক্রান্ত পীড়া ভোগাবে।

কুম্ভ: বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতাদের মন জয় করতে পারেন। জমি ক্রয়বিক্রয়ে বহু লাভ। সন্তানের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিতে উদ্বেগের অবসান। সপ্তাহের আদ্যভাগে অনৈতিক কাজের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিড়ম্বনার আশঙ্কা, চিকিত্সক ও আইনজীবীদের শুভ সময়। মধ্যভাগে বন্ধুর প্রতারণায় মানসিক আঘাত, মন ও বুদ্ধির অস্থিরতায় কর্ম পরিকল্পনা ব্যাহত, প্রিয়জনের স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা বাড়বে। অন্তভাগে জনহিতকর প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির সৎ সাহস ও দৃঢ়সঙ্কল্প ভাগ্যোদয়ের সহায়ক হতে পারে। বিলাসদ্রব্যের ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

মীন: স্বজনদের শত্রুতায় পারিবারিক অশান্তি বৃদ্ধি ও বাসস্থান বদলের চিন্তা। বিতর্কবিবাদ বা পুলিশি ঝামেলায় কাজকর্মে বাধা। কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলি। সপ্তাহের আদ্যভাগে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি, শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো। মধ্যভাগে গৃহসংস্কারের পরিকল্পনায় বাধা, গুরুজনের বার্ধক্যজনিত পীড়ায় ভোগান্তি। অন্তভাগে দেরিতে হলেও উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ, বিপদের আশঙ্কা সত্ত্বেও অনৈতিক কাজের প্রতিবাদ করে প্রশংসা লাভ। মীন লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা। অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য মানসিক চাপ বাড়বে। তলপেটে অস্ত্রোপচারের সম্ভাবনা।