চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সাবধান করে দিয়ে বলেন, অন্যায় করলে ছাত্রলীগকে আর ছাড় দেওয়া হবেনা, অনেক ছাড় দিয়েছি। ছাড় দেওয়াতে তারা বেশি ঘটনা ঘটাচ্ছে। তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন হচ্ছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তাপস পাল নিহতের ঘটনা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় হাটহাজারী থানার ওসি মো. ইসমাইলকে ছাত্রলীগের বিরুদ্ধে যে সকল মামলা আছে সেগুলো সচল করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়ে এসপি বলেন, ছাত্রলীগ করে বলে তারা যা ইচ্ছা তা করতে পারেনা ছাত্রলীগকে আর ছাড় দেওয়া হবেনা।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সবাইকে গ্রেফতার করা হবে। ক্যাম্পাসে সকল ধ্বংসাত্মক রাজনীতি নিষিদ্ধ থাকবে। হলে শুধু বৈধ শিক্ষার্থীরা থাকবে।
পরিদর্শনের সময় (এসপি) হাফিজ আক্তারের সাথে ছিলেন চট্টগ্রাম জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ, হাট হাজারী সার্কেলের এএসপি নিজাম উদ্দিন, হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল, ওসি তদন্ত মো. সালাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী তাপস পাল নিহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান