কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নুর ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় বাড়িতে বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকেই এমন ঘটনা চলতে থাকে।
এসময় পুলিশ গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়। ফলে এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌনে আটটার দিকে নিহত নূর ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ পারভেজ’র বাড়িসহ আরো কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। এসময় ব্যাপক উত্তেজনা দেখা দিলে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বেশ কয়েকটি বাড়ি ভস্মিভূত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে ছত্র ভঙ্গ করে।
এদিকে নিহত নুর ইসলামের লাশ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হলে বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোড়াদহ বাজারের পাশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম নিহত হয়।
হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পারভেজ গ্রুপের রিন্টু ও রকি নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পরে নিহত নূর ইসলামের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রতিপক্ষ পারভেজসহ তার সমর্থকদের অন্তত ২০ বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে অনেকেই সর্বস্ব হারিয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, যেহেতু এলাকায় উত্তেজন চলছে, সেহেতু এখন পর্যন্ত মামলা হয়নি। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।