অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

বাংলাদেশকে মর্যাদার আসনে বসাতে সকলকে একযোগে কাজ করার আহবান

ঢাকা: বিশ্বদরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে বসাতে নিজ অবস্থান থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের সকল মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার রাজধানীর সেনপাড়ায় পর্বতায় মিরপুর আন্তঃমান্ডলীক বড়দিন উদযাপন কমিটি আয়োজিত প্রাক-বড়দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের কথা বলে, কল্যাণের পথ দেখায়। প্রতিটি ধর্মই মৈত্রী, করুণা, দয়া, সেবা, দান, মমতা, ভালবাসা, ত্যাগ, সহিষ্ণুতা, পরোপকারিতা এসব গুণাবলির শিক্ষা দেয়। জীবনকে পূর্ণ মনুষত্বে পর্যবসিত করতে এসব গুণাবলির প্রয়োজন হয়। পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী, সৃজনশীল ও সামগ্রিক মানবিক কল্যাণে নিবেদিত হতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বড়দিন’ শুধু খ্রিস্টধর্মের উৎসব নয় বরং ধর্মকে ছাপিয়ে সমাজ দেশ ও জাতিকে ন্যায়, সততা, সাহস ও স্বদেশপ্রেমের বন্ধনে আবদ্ধ করে। এ উৎসব আমাদের জাতীয় জীবনে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিকে সমুন্নত করে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধসহ ক্ষুদ্র ক্ষুদ্র নানা জাতিগোষ্ঠী ও নৃ-সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশকে সমৃদ্ধ করেছে। প্রাচীনকাল থেকেই সকলে একত্রে বসবাস করে আসছে এবং তাদের মধ্যে রয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির অটুট বন্ধন।

এমন একটি সামাজিক বন্ধন, সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে যে দেশ গড়ার প্রত্যয় সৃষ্টি হয়েছে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি কিংবা দুর্বৃত্তের দ্বারা তা বিনষ্ট না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

বিশপ নিবারণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চের সভাপতি জয়ন্ত অধিকারী, বাংলাদেশ খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক নির্মল চ্যাটার্জি এবং বাংলাদেশ খ্রিস্টান লীগের সভানিত্রী মঞ্জু সমাদ্দার।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

বাংলাদেশকে মর্যাদার আসনে বসাতে সকলকে একযোগে কাজ করার আহবান

আপডেট টাইম : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

ঢাকা: বিশ্বদরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে বসাতে নিজ অবস্থান থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের সকল মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার রাজধানীর সেনপাড়ায় পর্বতায় মিরপুর আন্তঃমান্ডলীক বড়দিন উদযাপন কমিটি আয়োজিত প্রাক-বড়দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের কথা বলে, কল্যাণের পথ দেখায়। প্রতিটি ধর্মই মৈত্রী, করুণা, দয়া, সেবা, দান, মমতা, ভালবাসা, ত্যাগ, সহিষ্ণুতা, পরোপকারিতা এসব গুণাবলির শিক্ষা দেয়। জীবনকে পূর্ণ মনুষত্বে পর্যবসিত করতে এসব গুণাবলির প্রয়োজন হয়। পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী, সৃজনশীল ও সামগ্রিক মানবিক কল্যাণে নিবেদিত হতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বড়দিন’ শুধু খ্রিস্টধর্মের উৎসব নয় বরং ধর্মকে ছাপিয়ে সমাজ দেশ ও জাতিকে ন্যায়, সততা, সাহস ও স্বদেশপ্রেমের বন্ধনে আবদ্ধ করে। এ উৎসব আমাদের জাতীয় জীবনে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিকে সমুন্নত করে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধসহ ক্ষুদ্র ক্ষুদ্র নানা জাতিগোষ্ঠী ও নৃ-সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশকে সমৃদ্ধ করেছে। প্রাচীনকাল থেকেই সকলে একত্রে বসবাস করে আসছে এবং তাদের মধ্যে রয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির অটুট বন্ধন।

এমন একটি সামাজিক বন্ধন, সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে যে দেশ গড়ার প্রত্যয় সৃষ্টি হয়েছে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি কিংবা দুর্বৃত্তের দ্বারা তা বিনষ্ট না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

বিশপ নিবারণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চের সভাপতি জয়ন্ত অধিকারী, বাংলাদেশ খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক নির্মল চ্যাটার্জি এবং বাংলাদেশ খ্রিস্টান লীগের সভানিত্রী মঞ্জু সমাদ্দার।