পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

ফেনীতে পুলিশের এসআই’র চাঁদাবাজি : প্রতিবাদে ধর্মঘট

ফেনী : ফেনীর বিলোনীয়া বন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই আনোয়ার হোসেনের চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন শুরু করেছে ফেনীর স্থলবন্দরের আমদানি ও রফতানিকারক সমিতি।

শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় তারা।

এর আগে শুক্রবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখে ২৪ ঘণ্টার অল্টিমেটাম দেয়া হয়।

সমিতির কর্মকর্তা ও ইমিগ্রেশন যাত্রীদের অভিযোগ, পুলিশের এসআই আনোয়ার হোসেন বিলোনীয়া স্থলবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বভার গ্রহণের পর থেকে নিয়মিত আমদানি-রফতানির উপর চাঁদা আদায় করলে তা ভারত-বাংলাদেশের সীমান্ত শান্তির কথা বিবেচনা করে মেনে নেয়।

সর্বশেষ গত একমাস থেকে গাড়ি প্রতি বিভিন্ন মালামালের উপর ৫ হাজার টাকা করে চাঁদা ধার্য করে।

এ নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করে হয়রানির শিকার হতে হয়। তাদের অভিযোগ সরকারের সকল নিয়মনীতি মেনে তারা ভারত-বাংলাদেশে নিয়মিত বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি ও রফতানি করা হয়ে থাকে। এতে করে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

উক্ত আমদানি রফতানিকারকরা আনোয়ারের ধার্যকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে হয়রানি ও হামলা মামলার হুমকি দেয়।

আনোয়ার নিজেকে এ অঞ্চলের মালিক বলে দাবি করেন।

১৮ ডিসেম্বর বিকেলে সরকারি নিয়মনীতি মেনে বিজিপি ও কাস্টমস পরিদর্শনের পর বাংলাদেশ থেকে পাথর বোঝাই গাড়ি রফতানির সময় এসআই আনোয়ার ও কনস্টেবল মো. ইদ্রিছ পাথর বোঝাই গাড়িটি ধার্যকৃত টাকার জন্য আটক করে রাখে। এ নিয়ে প্রতিবাদ করলে এসআই আনোয়ার গাড়ি থেকে পাথরগুলো ডাম্পিং করতে না দিয়ে গাড়িটি আটকে রাখে। ফেনীর আমদানি রফতানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, এসআই আনোয়ারের নিকট এর কারণ জানতে চাইলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে। শ্রমিকদের সহযোগিতায় রক্ষা পায়।

পরে সমিতির সদস্যরা বিষয়টি পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেমকে অবহিত করেন।

একইসঙ্গে রাষ্ট্রের ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবগত করেন।

এ বিষয়ে আমদানি রফতানিকারক সমিতির কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে এসআই আনোয়ারের উপস্থিতিতে অনৈতিক ও পুলিশের এ বিরূপ আচরণের বিষয়টি অবহিত করে।

রাতেই পুলিশ সদর দফতরসহ দেশের শীর্ষ পুলিশ ও কাস্টমস কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে আনোয়ারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে শনিবার সকাল থেকে বিলনিয়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের ঘোষণা করে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, বিলোনিয়া ইমিগ্রেশন দিয়ে বৈধ যাত্রীরা পারপার হতে হলে জনপ্রতি ৫’শ টাকা পরিশোধ করতে হয়। তা না করলে আটকে রেখে টাকা আদায় করে ওই এসআই।

এ বিষয়ে এসআই আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বন্দর ইমিগ্রেশনের মালিক তিনি। তার ইচ্ছার উপর চলবে। কোন যাত্রীর ভিসা থাকলেই সে পারাপার হতে পারবে তা কিন্তু নয়। সন্দেহ হলেই রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাকে আটকানো যায়। চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

ফেনীতে পুলিশের এসআই’র চাঁদাবাজি : প্রতিবাদে ধর্মঘট

আপডেট টাইম : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

ফেনী : ফেনীর বিলোনীয়া বন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই আনোয়ার হোসেনের চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন শুরু করেছে ফেনীর স্থলবন্দরের আমদানি ও রফতানিকারক সমিতি।

শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় তারা।

এর আগে শুক্রবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখে ২৪ ঘণ্টার অল্টিমেটাম দেয়া হয়।

সমিতির কর্মকর্তা ও ইমিগ্রেশন যাত্রীদের অভিযোগ, পুলিশের এসআই আনোয়ার হোসেন বিলোনীয়া স্থলবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বভার গ্রহণের পর থেকে নিয়মিত আমদানি-রফতানির উপর চাঁদা আদায় করলে তা ভারত-বাংলাদেশের সীমান্ত শান্তির কথা বিবেচনা করে মেনে নেয়।

সর্বশেষ গত একমাস থেকে গাড়ি প্রতি বিভিন্ন মালামালের উপর ৫ হাজার টাকা করে চাঁদা ধার্য করে।

এ নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করে হয়রানির শিকার হতে হয়। তাদের অভিযোগ সরকারের সকল নিয়মনীতি মেনে তারা ভারত-বাংলাদেশে নিয়মিত বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি ও রফতানি করা হয়ে থাকে। এতে করে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

উক্ত আমদানি রফতানিকারকরা আনোয়ারের ধার্যকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে হয়রানি ও হামলা মামলার হুমকি দেয়।

আনোয়ার নিজেকে এ অঞ্চলের মালিক বলে দাবি করেন।

১৮ ডিসেম্বর বিকেলে সরকারি নিয়মনীতি মেনে বিজিপি ও কাস্টমস পরিদর্শনের পর বাংলাদেশ থেকে পাথর বোঝাই গাড়ি রফতানির সময় এসআই আনোয়ার ও কনস্টেবল মো. ইদ্রিছ পাথর বোঝাই গাড়িটি ধার্যকৃত টাকার জন্য আটক করে রাখে। এ নিয়ে প্রতিবাদ করলে এসআই আনোয়ার গাড়ি থেকে পাথরগুলো ডাম্পিং করতে না দিয়ে গাড়িটি আটকে রাখে। ফেনীর আমদানি রফতানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, এসআই আনোয়ারের নিকট এর কারণ জানতে চাইলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে। শ্রমিকদের সহযোগিতায় রক্ষা পায়।

পরে সমিতির সদস্যরা বিষয়টি পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেমকে অবহিত করেন।

একইসঙ্গে রাষ্ট্রের ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবগত করেন।

এ বিষয়ে আমদানি রফতানিকারক সমিতির কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে এসআই আনোয়ারের উপস্থিতিতে অনৈতিক ও পুলিশের এ বিরূপ আচরণের বিষয়টি অবহিত করে।

রাতেই পুলিশ সদর দফতরসহ দেশের শীর্ষ পুলিশ ও কাস্টমস কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে আনোয়ারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে শনিবার সকাল থেকে বিলনিয়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের ঘোষণা করে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, বিলোনিয়া ইমিগ্রেশন দিয়ে বৈধ যাত্রীরা পারপার হতে হলে জনপ্রতি ৫’শ টাকা পরিশোধ করতে হয়। তা না করলে আটকে রেখে টাকা আদায় করে ওই এসআই।

এ বিষয়ে এসআই আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বন্দর ইমিগ্রেশনের মালিক তিনি। তার ইচ্ছার উপর চলবে। কোন যাত্রীর ভিসা থাকলেই সে পারাপার হতে পারবে তা কিন্তু নয়। সন্দেহ হলেই রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাকে আটকানো যায়। চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।