বগুড়া : ভয়াবহ অগ্নিকাণ্ডে বগুড়ার সোনাতলা মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কোয়ার্টারের ২টি ভবন পুড়ে গেছে। এতে চলতি বছরের জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ১ হাজার ৪৫১টি উত্তরপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার ভোর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, সোনাতলা মডেল হাইস্কুল এন্ড কলেজের ৩টি কোয়ার্টারের একটিতে অধ্যক্ষ মো. মতিয়ার রহমান, অপর দুটিতে কৃষি শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং ধর্মীয় শিক্ষক ফারহানা বেগম তাদের পরিবার নিয়ে বসবাস করেন। শনিবার ভোর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে রফিকুল ইসলামের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ২টি কোয়ার্টারে। কোয়ার্টারে থাকা শিক্ষক পরিবারগুলো দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও কোয়ার্টারে রাখা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি বছরের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার (জেডিসি) ১৪৫১টি উত্তরপত্র, নগদ টাকা, টিভি ফ্রিজ, আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিক্ষক নাজমুল হক জানান, ইতিপূর্বেই ওই উত্তরপত্রগুলোর মাঝের অংশ (নম্বরপত্র) বোর্ডে পাঠানো হয়েছে। তাই ফলাফলে কোনো প্রভাব পড়বে না।
বগুড়ার সোনাতলা ফায়ার স্টেশনের ইনচার্জ আকবর আলী জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
সোনাতলা মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মতিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।