ঢাকা : দেশে কিছু রাজনৈতিক বেয়াদব সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নজরুল বলেন, কিছু বড় বড় পদের মন্ত্রী-এমপিরা দেশের সম্মানিত ব্যক্তিদের অসম্মান করে বেয়াদবি করছে। অবৈধভাবে ক্ষমতায় এসে তারা রাজনৈতিক বেয়াদবিতে লিপ্ত হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিদের কথায় যখন যুক্তিতর্ক থাকে না তখনই তারা গালিগালাজ করে। এমনটায় করছে সরকার। যুক্তি ছাড়াই তারেক রহমান, কাদের সিদ্দিকীদের অসম্মানিত করছে।
‘জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেয়া দরকার’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন মন্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব রাষ্ট্র পক্ষ থেকে দেয়া হয়েছে আর তিনি বলেন তার খেতাব কেড়ে নেয়া দরকার। কত বড় বেয়াদ হলে এত বড় বেয়াদবি করতে পারেন তিনি (কামরুল)। তিনি তো মুক্তিযুদ্ধের ধারে কাছেই ছিলেন না, আর বীর অধম হওয়ার যোগ্যতাও তো তার নেই।
‘এক মুহূর্তের জন্যও রাজপথে নামতে দেব না’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যে তিনি বলেন, আপনি তো বলেন আপনারা গণতান্ত্রিক সরকার। তাহলে আপনার মুখে তো বাকশালের গন্ধ।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচন এমনভাবে করতে চায় যেখানে বিরোধী দল না থাকে।
সভায় ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজিএম জাহিদ হোসেন, বিএনপি নেতা কর্নেল (অব.) আব্দুল লতিফ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।