লালমনিরহাট : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজের খুনের মামলার আসামি অপর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের(৭০) মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
নিহতের পরিবার জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত তিনদিন ধরেই অসুস্থ আব্দুল মান্নান বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, ২০০৩ সালের ২১ ডিসেম্বের দিবাগত গভীর রাতে একদল সন্ত্রাসী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজকে নৃশৃংসভাবে খুন করে।
এ ঘটনায় নিহত সুরুজের পরিবার আদিতমারী থানায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারকে হুকুমের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান