ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত ঢাকা-রংপুর রোড মার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটির ঢাকা মহানগর শাখা।
২৩-২৪ ডিসেম্বর তাদের এ রোড মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ লক্ষে তারা দায়িত্বশীলদের নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রস্তুতি মূলক সভা-সমাবেশ করে যাচ্ছে। মহনগরীর প্রতিটি থানায় আলাদা কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার বিকেলেও রোডমার্চ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের ৪৯ টি থানার দায়িত্বশীলদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্মদ্রোহী ও মুরতাদদের শাস্তির দাবিতে তৌহিদী জনতা আজ ঐক্যবদ্ধ। ধর্মদ্রোহী ও মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ না হওয়া পর্যন্ত এদেশের ইসলামি জনতা ঘরে ফিরে যাবে না, আর সরকারও লতিফকে বাঁচাতে পারবে না। তৌহিদী জনতা এদেশের মাটিতে মুরতাদদেরকে থাকতে দেবে না। জনতা ক্রমেই সরকারের ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠছে। এ দাবিতে চলমান ঘোষিত কর্মসুচি চলছে, চলবে। ২৩-২৪ ডিসেম্বর ঢাকা-রংপুর কর্মসুচি যে কোন মূল্যে সফল করতে হবে।
রোড মার্চে ঢাকা থেকে এক হাজার গাড়ি নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম। তিনি বলেন, রোড মার্চ কর্মসূচি সফলে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
এ কর্মসূচি সফলে সরকার তাদেরকে সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান