ঢাকা : নতুন ছয়টি সামাজিক ব্যবসা প্রকল্প উপস্থাপনের মাধ্যমে শেষ হল ৪১তম ডিজাইন ল্যাব।
শনিবার গ্রামীণ ব্যাংক ভবনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে এ ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১৩০জন উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রফেসর ইউনূস সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিগত ৪০টি ডিজাইন ল্যাবে উপস্থাপিত ৪৯৬ টি সামাজিক ব্যবসা প্রকল্পের মধ্যে ৪৭১টি বিনিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলোও প্রক্রিয়াধীন রয়েছে।
৪১তম ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তারা ছয়টি নতুন সামাজিক ব্যবসা প্রকল্প উপস্থাপন করেন। উদ্যোক্তাদের তিনজনই ছিলেন নারী।
প্রকল্পগুলো হল :
১. রঞ্জু মিয়ার ‘রঞ্জু আর্ট পাবলিসিটি’ যার কাজ হচ্ছে ভিজিটিং কার্ড ও ব্যানার থেকে শুরু করে যাবতীয় প্রচারণামূলক কাজের সরঞ্জামাদি।
২. হাফসা আক্তারের ‘হাফসা লেডিস পার্স’
৩. আজাদ হোসেনের ‘তানবির ডেইরি ফার্ম’।
৪. লুৎফুন্নাহার এর ‘নাহার নকশি ওয়ার্ক’।
৫. আবুল হাশেমের ‘এমএস হাশেম স্টোর’।
৬. জোসনা বেগমের ‘ফ্যাশন গ্যালারি’। যেখানে শুধুমাত্র নারীদের পোশাক বিক্রি করা হবে।
উদ্যোক্তারা তাদের প্রকল্প পরিকল্পনার যাবতীয় বিষয় বিস্তারিত তুলে ধরেন এবং ছয়টি প্রকল্পই বিনিয়োগের জন্য মনোনীত হয়।
এছাড়াও সোলার এবং বায়োগ্যাস নিয়ে দুটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড নবীন উদ্যোক্তাদের নয়টি প্রকল্পের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
অনুষ্ঠানের শেষে প্রফেসর ইউনূস বলেন, এটা খুবই ইতিবাচক অগ্রগতি যে বিগত দুই বছরের ডিজাইন ল্যাবে প্রায় ৫০০টি সামাজিক ব্যবসা প্রকল্প উঠে এসেছে।
তিনি আরো বলেন, অধিকাংশ প্রকল্পগুলোই নবীন উদ্যোক্তাদের মাঝ থেকে উঠেছে। এবং তারা বলছে যে তারা চাকরি অনুসন্ধানের চেয়ে চাকরিদাতা হতেই বরং বেশি আগ্রহী। কারণ এতে করে দেশের বেকার সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে এবং অর্থনৈতিকভাবে জাতিও উপকৃত হবে।
প্রফেসর ইউনূস ১৭ জানুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দুটি ডিজাইন ল্যাবে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
এছাড়াও ২০১৫ সালের ২৮ মে অনুষ্ঠিতব্য বার্ষিক সামাজিক ব্যবসা দিবস উদযাপনেও সকলকে আমন্ত্রণ জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান