অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

এক দিন আগেই হেরে গেলো ভারত

ঢাকা: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে এক দিন বাকি থাকতেই হেরে গেলো ভারত।

টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো মাত্র ১২৮ রান। তবে অল্প এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬টি উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্টিভেন স্মিথের দল।

শনিবার আগের দিনের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ভারত। এরপর স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২৪ রানেই গুটিয়ে যায় সফরকারী ভারত। ফলে অসিদের সামনে জয়ের জন্য মাত্র ১২৮ রানের টার্গেট নির্ধারিত হয়।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন শিখর ধাওয়ান। এছাড়া চেতনেশ্বর পূজাড়া ৪৩ ও উমেশ যাদব ৩০ রান করেন।

অসিদের পক্ষে মিচেল জনসন, মিচের স্টার্ক, হাজলেউন্ড ও নাথান লায়ন ২টি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য মাত্র ১২৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের দুই পেসার ইশান্ত শর্মার ও উমেশ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র ১২৮ রানেই স্বাগতিকদের ছয়টি উইকেট তুলে নেয় ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওপেনার ক্রিস রজার্সের ৫৫ এবং অধিনায়ক স্টিভেন স্মিথের ২৮ রানের উপর ভর করেই জয়ের বন্দরেই পৌছে যায় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে পেসার ইশান্ত শর্মা ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত:

প্রথম ইনিংস: ৪০৮ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৮১, রোহিত ৩২, ধোনি ৩৩, অশ্বিন ৩৫, যাদব ৯, অ্যারন ৪, ইশান্ত ১*; হ্যাজলউড ৫/৬৮, লায়ন ৩/১০৫, মার্শ ১/১৪, ওয়াটসন ১/৩৯)।

দ্বিতীয় ইনিংস: ২২৪ (মুরালি ২৭, ধাওয়ান ৮১, পূজারা ৪৩, কোহলি ১, রাহানে ১০, রোহিত ০, ধোনি ০, অশ্বিন ১৯, যাদব ৩০, অ্যারন ৩, ইশান্ত ১*; জনসন ৪/৬১, স্টার্ক ২/২৭, লায়ন ২/৩৩, হ্যাজলউড ২/৭৪)।

অস্ট্রেলিয়া:

প্রথম ইনিংস: ৫০৫ (রজার্স ৫৫, ওয়ার্নার ২৯, ওয়াটসন ২৫, স্মিথ ১৩৩, শন ৩২, মিচেল ১১, হ্যাডিন ৬, জনসন ৮৮, স্টার্ক ৫২, লায়ন ২৩, হ্যাজলউড ৩২*; যাদব ৩/১০১, ইশান্ত ৩/১১৭, অশ্বিন ২/১২৮, অ্যারন ২/১৪৫)।

দ্বিতীয় ইনিংস: ২৩.১ ওভারে ১৩০/৬ (রজার্স ৫৫, ওয়ার্নার ৬, ওয়াটসন ০, স্মিথ ২৮, শন মার্শ ১৭, হ্যাডিন ১, মিচেল মার্শ ৬*, জনসন ২*; ইশান্ত ৩/৩৮, যাদব ২/৪৬)।

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

এক দিন আগেই হেরে গেলো ভারত

আপডেট টাইম : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

ঢাকা: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে এক দিন বাকি থাকতেই হেরে গেলো ভারত।

টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো মাত্র ১২৮ রান। তবে অল্প এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬টি উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্টিভেন স্মিথের দল।

শনিবার আগের দিনের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ভারত। এরপর স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২৪ রানেই গুটিয়ে যায় সফরকারী ভারত। ফলে অসিদের সামনে জয়ের জন্য মাত্র ১২৮ রানের টার্গেট নির্ধারিত হয়।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন শিখর ধাওয়ান। এছাড়া চেতনেশ্বর পূজাড়া ৪৩ ও উমেশ যাদব ৩০ রান করেন।

অসিদের পক্ষে মিচেল জনসন, মিচের স্টার্ক, হাজলেউন্ড ও নাথান লায়ন ২টি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য মাত্র ১২৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের দুই পেসার ইশান্ত শর্মার ও উমেশ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র ১২৮ রানেই স্বাগতিকদের ছয়টি উইকেট তুলে নেয় ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওপেনার ক্রিস রজার্সের ৫৫ এবং অধিনায়ক স্টিভেন স্মিথের ২৮ রানের উপর ভর করেই জয়ের বন্দরেই পৌছে যায় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে পেসার ইশান্ত শর্মা ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত:

প্রথম ইনিংস: ৪০৮ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৮১, রোহিত ৩২, ধোনি ৩৩, অশ্বিন ৩৫, যাদব ৯, অ্যারন ৪, ইশান্ত ১*; হ্যাজলউড ৫/৬৮, লায়ন ৩/১০৫, মার্শ ১/১৪, ওয়াটসন ১/৩৯)।

দ্বিতীয় ইনিংস: ২২৪ (মুরালি ২৭, ধাওয়ান ৮১, পূজারা ৪৩, কোহলি ১, রাহানে ১০, রোহিত ০, ধোনি ০, অশ্বিন ১৯, যাদব ৩০, অ্যারন ৩, ইশান্ত ১*; জনসন ৪/৬১, স্টার্ক ২/২৭, লায়ন ২/৩৩, হ্যাজলউড ২/৭৪)।

অস্ট্রেলিয়া:

প্রথম ইনিংস: ৫০৫ (রজার্স ৫৫, ওয়ার্নার ২৯, ওয়াটসন ২৫, স্মিথ ১৩৩, শন ৩২, মিচেল ১১, হ্যাডিন ৬, জনসন ৮৮, স্টার্ক ৫২, লায়ন ২৩, হ্যাজলউড ৩২*; যাদব ৩/১০১, ইশান্ত ৩/১১৭, অশ্বিন ২/১২৮, অ্যারন ২/১৪৫)।

দ্বিতীয় ইনিংস: ২৩.১ ওভারে ১৩০/৬ (রজার্স ৫৫, ওয়ার্নার ৬, ওয়াটসন ০, স্মিথ ২৮, শন মার্শ ১৭, হ্যাডিন ১, মিচেল মার্শ ৬*, জনসন ২*; ইশান্ত ৩/৩৮, যাদব ২/৪৬)।

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।