খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৪-২০১৫ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু।
২০ ডিসেম্বর শনিবার ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান মেধা তালিকার ১ম হইতে ৫০০তম পর্যন্ত প্রার্থীর সনদপত্র যাচাই ও জমা রাখা, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাংকে প্রয়োজনীয় ফিস জমা দেয়া সাপেক্ষে ভর্তি করা হবে।
রোববার ৫০১তম হতে ৮১০তম এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদপত্র যাচাই ও জমা রাখা, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাংকে প্রয়োজনীয় ফিস জমা দেয়া সাপেক্ষে ভর্তি করা হবে।
২২ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় অপেক্ষমান তালিকা হতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিযোগ্য প্রার্থীদের ১ম তালিকা (বিভাগ বরাদ্দসহ) প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://(www.kuet.ac.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১৪-২০১৫ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ৯ এপ্রিল ২০১৪ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান