কুষ্টিয়া : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় বাস ও নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম জীবন (৪০)। তিনি নসিমনের চালক ছিলেন। এসময় আহত হয়েছেন নসিমনে থাকা পল্লী বিদ্যুতের চারজন শ্রমিক।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমন যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুরে যাবার সময় পথিমধ্যে কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়ায় নসিমনটি বিপরীত দিক থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সাথে ধাক্কা খায়। এতে নসিমনের চালকসহ পল্লী বিদ্যুতের চারজন শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে নসিমন চালক জীবন মারা যায়। আহত পল্লী বিদ্যুৎ শ্রমিক মোহাম্মদ আলী (২৫), সাহেব আলী (৪৫), রাজীব (২৫) ও রতন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।