ঢাকা: পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। প্রথম চারটি ম্যাচের দুটিতে জয় পায় পাকিস্তান আর অন্য দুটিতে নিউজিল্যান্ড। ফলে পঞ্চম ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। এরপর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন টেলরের ব্যাটিং দৃঢতায় ২৭৫ রানের বড় সংগ্রহ দাড় করায় কিউইরা।
দলের পক্ষে কেন উইলিয়ামসন ১১৯ বল খেলে ৮টি চারের সাহায্য সর্বোচ্চ ৯৭ রান করেছেন। এছাড়া ব্রেন্ডন টেলর দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ রান করেছেন। ৯৫ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন সাবেক কিউই দলপতি।
পাকিস্তানের পক্ষে ২টি উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান।
এরপর জয়ের জন্য ২৭৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী এই ম্যাচের দিনে শুরু থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।
একপর্যায়ে মাত্র ৩৮ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকরা। ওপেনার আহমেদ শেহজাদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হারিশ সোহেল দারুণ দুটি হাফসেঞ্চুরি করলেও তা কেবল হারের ব্যবধানই কমায়।
শেহজাদ ৮১ বল মোকাবিলা করে ২টি চারের সাহায্যে ৫৪ রান করেন। এবং হারিশ সোহেল ৭৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৫ রান করেন।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি। ৯ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন তরুণ এই বোলার। বিধ্বংসী এই বোলিংয়ের জন্য ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছে তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান