নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে লাল রংয়ের একটি ১০০ সিসি বাজাজ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা শহরের ওয়াপদার সংরক্ষিত এলাকার ভেতরে একটি শ্রমিক সংগঠনের অফিস সংলগ্ন কক্ষ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ সময় মোটরসাইকেল চুরির সাথে জড়িত বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ইসরাফিল হক ওরফে বাবুকে (৩০) আটক করে পুলিশ।
আটক বাবু সৈয়দপুর শহরের একটি মোটরসাইকেল কোম্পানির শো-রুমের কর্মচারী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সাথে জড়িত আটক বাবু দীর্ঘ দিন থেকে ওই শো-রুমের কর্মচারীর আড়ালে মোটরসাইকেল কেনাবেচা করে আসছে। চোরাই মোটরসাইকেলগুলো ওই শো-রুমের কিস্তি অনাদায়ী থাকায় জব্দকৃত মোটরসাইকেল হিসেবে বিক্রি করে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান