রূপগঞ্জ : রূপগঞ্জে শ্বশুর বাড়ির দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় সুমা আক্তার (২৩) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ঘটনাটি ঘটেছে ।
পুলিশ জানায়, গত ২০০৭ সালে সোনার গাঁ উপজেলার মহজমপুর এলাকার মোঃ সুলতান ভুইয়ার মেয়ে মোসামৎ সুমা আক্তারের সঙ্গে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার শরফু মিয়ার ছেলে মোঃ রফিক মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের একবছর পর তাদের সংসারে সিফাত (৬) নামে একটি ছেলে সন্তান হয়। এর পর থেকে সুমার শ্বশুর,শ্বাশুরি এবং দেবররা মিলে তার বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয়। যৌতুকের টাকা দিতে না পারায় শ্বশুর, শ্বাশুরি ও দেবররা মিলে প্রায় তাকে মারপিটসহ শারীরিক নির্যাাতন করত। পরে সুমা রূপগঞ্জ থানায় এসে শ্বশুর, শ্বাশুরি ও দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিক্তিতে যমুনা টেলিভিশন সুমাকে নিয়ে একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এর পর থেকে শ্বশুর,শ্বাশুরি ও দেবরের অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। এ অত্যাচার সহ্য করেতে না পেওে গতকাল শুক্রবার দুপুরে নিজ ঘরের ভিতরে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমা। এ ব্যাপারে সুমার শ্বশুর শরফু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের বিরুদ্ধে ছেলের বউ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোন যৌতুক চাইনি।