পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo স্বৈরাচার পতন আন্দোলনে প্রেম, বিজয় শেষে প্রস্তাব ,অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ, বরগুনার সমন্বয়ক। Logo বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে যৌথবাহিনীর অভিযান, বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ Logo পাটগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মসজিদ কমিটির দ্বন্দ্বে আইনজীবীর বাড়ি ভাঙচুর-লুট, আহত তিন Logo এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ ‘র। Logo সেবার মান বাড়াতে এখন থেকে শনিবারও খোলা বিআরটিএ অফিস Logo বাউফলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন! Logo সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক

কে হচ্ছেন আইজিপি এবং এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-এর মহাপরিচালক (ডিজি)

ফারুক আহম্মেদ সুজন : পরবর্তী আইজিপি এবং এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-এর মহাপরিচালক (ডিজি) হচ্ছেন কে? এ দুই পদ নিয়ে পুলিশ প্রশাসনে এখন জোর আলোচনা চলছে।

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ পেতে পুলিশে জোর লবিং শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৩১শে ডিসেম্বর বর্তমান আইজিপি হাসান মাহমুদ খন্দকারের মেয়াদ শেষ হবে। এর আগেই সরকারকে নতুন আইজিপি বাছাই করতে হবে। ২০১০ সালের ৩০শে আগস্ট তিনি আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে একই দিনে ৩১শে ডিসেম্বর র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তাই এ দুই পদে নতুন নিয়োগ দিতে হবে। এ দুই শীর্ষ কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত আইজিপি (ক্রয়) আমির উদ্দিন এবং ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিআইজি) আবদুল জলিলসহ আরও কয়েক কর্মকর্তা অবসরে যাচ্ছেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা পুলিশ ক্যাডারের কর্মকর্তা নববিক্রম কিশোর ত্রিপুরাও অবসরে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ খন্দকারের ভূমিকায় সরকারের উচ্চ পর্যায় সন্তুষ্ট। এ কারণে সরকারের নীতিনির্ধারকদের কেউ কেউ তাকে আরও কিছুদিন এই পদে রাখার পক্ষপাতী। এটা হলে তার মেয়াদ এক দফা বাড়তে পারে। বর্তমান আইজিপি’র মেয়াদ না বাড়লে আইজিপি হওয়ার দৌড়ে আছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক, অ্যাডিশনাল আইজি (সিআইডি) জাবেদ পাটোয়ারী, অ্যাডিশনাল আইজি (এসবি) মোখলেছুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। এদের মধ্যে একেএম শহীদুল হক বর্তমানে পুলিশের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। এদের মধ্যে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক ও অ্যাডিশনাল আইজি (সিআইডি) জাবেদ পাটোয়ারী গ্রেড-১ কর্মকর্তা। পুলিশ প্রশাসনে দীর্ঘদিন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ-ও দেশে ও বিদেশে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ডিএমপি কমিশনার হিসেবেও অনেক দিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিরোধী দল ও হেফাজতে ইসলামের আন্দোলনের বিরূপ পরিস্থিতিতেও শক্তভাবে সব কিছু সামাল দিয়ে তিনি সরকারের নজরে রয়েছেন।

পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন পরবর্তী আইজিপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার পতন আন্দোলনে প্রেম, বিজয় শেষে প্রস্তাব ,অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ, বরগুনার সমন্বয়ক।

কে হচ্ছেন আইজিপি এবং এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-এর মহাপরিচালক (ডিজি)

আপডেট টাইম : ০৫:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

ফারুক আহম্মেদ সুজন : পরবর্তী আইজিপি এবং এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-এর মহাপরিচালক (ডিজি) হচ্ছেন কে? এ দুই পদ নিয়ে পুলিশ প্রশাসনে এখন জোর আলোচনা চলছে।

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ পেতে পুলিশে জোর লবিং শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৩১শে ডিসেম্বর বর্তমান আইজিপি হাসান মাহমুদ খন্দকারের মেয়াদ শেষ হবে। এর আগেই সরকারকে নতুন আইজিপি বাছাই করতে হবে। ২০১০ সালের ৩০শে আগস্ট তিনি আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে একই দিনে ৩১শে ডিসেম্বর র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তাই এ দুই পদে নতুন নিয়োগ দিতে হবে। এ দুই শীর্ষ কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত আইজিপি (ক্রয়) আমির উদ্দিন এবং ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিআইজি) আবদুল জলিলসহ আরও কয়েক কর্মকর্তা অবসরে যাচ্ছেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা পুলিশ ক্যাডারের কর্মকর্তা নববিক্রম কিশোর ত্রিপুরাও অবসরে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ খন্দকারের ভূমিকায় সরকারের উচ্চ পর্যায় সন্তুষ্ট। এ কারণে সরকারের নীতিনির্ধারকদের কেউ কেউ তাকে আরও কিছুদিন এই পদে রাখার পক্ষপাতী। এটা হলে তার মেয়াদ এক দফা বাড়তে পারে। বর্তমান আইজিপি’র মেয়াদ না বাড়লে আইজিপি হওয়ার দৌড়ে আছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক, অ্যাডিশনাল আইজি (সিআইডি) জাবেদ পাটোয়ারী, অ্যাডিশনাল আইজি (এসবি) মোখলেছুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। এদের মধ্যে একেএম শহীদুল হক বর্তমানে পুলিশের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। এদের মধ্যে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক ও অ্যাডিশনাল আইজি (সিআইডি) জাবেদ পাটোয়ারী গ্রেড-১ কর্মকর্তা। পুলিশ প্রশাসনে দীর্ঘদিন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ-ও দেশে ও বিদেশে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ডিএমপি কমিশনার হিসেবেও অনেক দিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিরোধী দল ও হেফাজতে ইসলামের আন্দোলনের বিরূপ পরিস্থিতিতেও শক্তভাবে সব কিছু সামাল দিয়ে তিনি সরকারের নজরে রয়েছেন।

পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন পরবর্তী আইজিপি।