ঢাকা: গত ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণা করা হয় অজ্ঞাত এক নারীকে। কিন্তু সেই ঘোষণার সময় তিনি মারা যাননি। পরে জানতে পেরে কর্তব্যরত চিকিৎসক পুনরায় চিকিৎসা শুরু করেন ওই নারীর। কিন্তু প্রথমবার ঘোষণা দেয়ার ২৬ ঘণ্টা পর দ্বিতীয় বারের মত চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীর পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবেই তাঁর লাশ দাফন করা হলো।
শুক্রবার তাঁর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ মর্গ কর্তৃপক্ষ। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, ওই নারী ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগ ও পুষ্টিহীনতায় ভুগছিলেন। হৃদস্পন্দন না পেয়ে ৪ ডিসেম্বর তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু ‘লাশ’ মর্গে নেওয়ার সময় তিনি নড়ে উঠে অবাক করে দেন সবাইকে। আবার তাঁকে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। এর ২৬ ঘণ্টা পর তিনি মারা যান।