মৌলভীবাজার: হাইকোর্টেও নিদের্শনার পরও মৌলভীবাজারের কমলগঞ্জের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরমপূরণে বোর্ড নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ক্লাস, বেতন, মডেল টেস্টসহ বিভিন্ন খাতে ফি ধার্য করে দ্বিগুণ পরিমাণ অর্থ পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে কলেজ র্কতৃপক্ষ।
তবে সবচেয়ে বেশি অর্থ আদায় করছে সুজা মেমোরিয়াল কলেজ। এই টাকা যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। অসহায় হয়ে অনেকেই ধর্ণা দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানের কাছে। সূত্র জানায়, বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট বা টিটি করার শেষ সময় ২৮ ডিসেম্বর এবং বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। বোর্ডের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা যাবে। বোর্ডের নির্ধারিত পরীক্ষা ফি প্রতি পত্র বা বিষয়ের জন্য ৭৫ টাকা (মোট বিষয় ১৩টি), প্রতি পত্রের ব্যবহারিক পরীক্ষা ফি ২৫ টাকা (যাদের আছে), কেন্দ্র ফি ৩০০ টাকা, নম্বরপত্রের জন্য ৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, রোভার স্কাউট বা গার্লস গাইড ফি ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা নির্ধারিত হয়।
তবে ফরম পূরণের সময় অনুমোদিত এই ফি এর চেয়ে বেশি অর্থ আদায় করা যাবে না বলে বোর্ড কলেজগুলোকে জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু কমলগঞ্জের কোন কলেজেই এই নির্দেশনা মানছে না। ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছে। কলেজ কৃর্তপক্ষ ফরম পূরণের সঙ্গে বেতন, সেশন চার্জ, কোচিং ও মডেল টেস্ট ফি ইত্যাদি মিলিয়ে দ্বিগুণ পরিমাণ টাকা আদায় করছে। সবচেয়ে বেশি টাকা নিচ্ছে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ প্রায় সাড়ে চার হাজার টাকা।
সুজা মেমোরিয়াল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, ফি বাইরেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের বেতন ও ফরম পূরণে নেয়া হয়েছে ৪ হাজার ৪০০ টাকা।
অভিভাবকরা জানান, কোন খাতে কি পরিমাণ টাকা নেয়া হচ্ছে তার কোন রশিদ দেয়া হচ্ছে না। শুধুমাত্র একটি সাদা কাগজে মোট টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে।
এদিকে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে ফরম ফি ছাড়াও কোচিং ফি, বেতনসহ জনপ্রতি প্রায় ৩ হাজার টাকা নিচ্ছে।
কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞানে ২৯৫০ ও মানবিকে ২৫০০ টাকা আদায় করছে। কমলগঞ্জ উপজেলার বেশির ভাগই ছাত্র দরিদ্রঘরের সন্তান। শিক্ষার্থীদের অভিভাবকরা অতিরিক্ত টাকা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। দরিদ্র অনেক অভিভাবক ফরম পূরণের টাকা যোগাড় করতে গিয়ে গরু বা বলদ বিক্রি করছেন। আবার অনেকেই সুদে টাকা ধার করছেন। এতে করে সন্তানদেরকে লেখাপড়া করাতে গিয়ে নিঃস্ব বা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। চা বাগানের অনেক শিক্ষার্থী টাকার অভাবে ফরমপূরণ অনিশ্চিত হয়ে পড়ছে। অনেক অভিভাবক বাধ্য হয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ধারস্থ হচ্ছেন।
কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এক অভিভাবক বলেন, ছেলের ভর্তির সময় দিয়েছি তিন হাজার টাকা আবার ফরম পূরণে দিতে হচ্ছে তিন হাজার টাকা। তিনি প্রশ্ন রাখেন একজন মানুষকে কয়বার গলাকাটা যায় ?
অতিরিক্ত টাকা গ্রহণের ব্যাপারে সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভর্তি ফি তিন হাজার টাকার সাথে অতিরিক্ত ৬ মাসের বেতন সঙ্গে নেয়া হচ্ছে।
কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘বোর্ডতো আমাদের উন্নয়ন ফিসহ অন্যান্য খাত উল্লেখ করেননি। কলেজের উন্নয়নের টাকা তো সরকার দেয় না। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই কলেজের উন্নয়ন করতে হয়। বেতনসহ নানা খাতের টাকা ফরম ফিলাপের টাকার সঙ্গে যোগ করায় বেশি মনে হচ্ছে’।
অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান বলেন, এবার উচ্চ মাধ্যমিকে ফরম পূূরণে কোনো প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় না করতে বোর্ডের নির্দেশনা রয়েছে। এরপর যদি কেউ অমান্য করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভাগ অতিরিক্ত টাকা আদায়ের উপর রুল জারি করেন।