ফারুক আহম্মেদ সুজন: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০ দলীয় জোট আয়োজিত কালো পতাকা মিছিল কর্মসূচিতে নেতা-কর্মীদের আশাতীত উপস্থিতি লক্ষ করা গেছে।
শনিবার দুপুর থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে বিএনপি-জামায়াতসহ ২০ দল এবং তাদের ছাত্র ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকলেও বিকেলে কর্মসূচি শুরুর আগ মুহূর্তে নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা।কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নয়াপল্টনকেন্দ্রিক সড়কগুলো নেতা-কর্মীদের স্লোগান আর পদভারে প্রকম্পিত হয়।
বিএনপির কার্যালয়ের সামনে স্থাপিত ট্রাক মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম, বর্তমান সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামান হায়দার প্রমুখ।
কালো পতাকা মিছিল কর্মসূচিতে নেতা-কর্মীদের আশাতীত উপস্থিতিতে নেতারাও অবাক হয়েছেন। কর্মসূচিতে নেতা-কর্মীদের খুব চাঙ্গা মনে হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান