নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমাণ নকল ওষুধসহ শুক্রবার বিকেলে ৪ জনকে গ্রেফতার ও নকল ওষুধ তৈরির কয়েকটি মেশিন জব্দ করেছে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় বেগমগঞ্জে উপজেলার জীরতলী ইউনিয়নের বাংলাবাজার মেম্বারের পুল এলাকার আমেরির্যকান বিল্ডিং থেকে ভিটামিন এটু জেড, পেরিএকটিনভিটা, এলবে›ডাজলসহ বেশ কিছু নকল ওষুধ উদ্ধার করে এবং ওষুধ তৈরির কয়েকটি মেশিন জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন-ফেনী জেলার নুরুল হকের ছেলে মীর হোসেন, লক্ষ্মীপুর জেলার লাতু মিয়ার পুত্র সাইফুল ইসলাম রকি, বেগমগঞ্জ উপজেলার জীরতলী গ্রামের অজি উল্লার পুত্র আনোয়ার, একই উপজেলার জালাল আহামেদের ছেলে ফারুক।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন যাবৎ নকল ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে।