ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালীন শিবির সন্দেহে সাধারণ ২ ছাত্রের উপর হামলা করেছে ছাত্রলীগ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কলেজে প্রভাব বিস্তার করার জন্য ছাত্রলীগ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো কলেজে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের আমন্ত্রণ এবং নিজ সংঘঠন ছাত্রলীগের প্রচারে মিছিল বের করে ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের একটি গ্রুপ। এসময় শিবির সন্দেহে আব্দুল কাদের নামে এক সাধারণ ছাত্রসহ ২ছাত্রের উপর হামলা চালায় ছাত্রলীগ। এরপর ৫ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো কলেজে আতঙ্ক সৃষ্টি করে তারা।
কোতয়ালী থানার এসআই শামছুদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজে দুটি ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কিন্তু কে বা কারা বিস্ফোরণ করেছে তা আমরা নিশ্চিত না। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান