লন্ডন : এ সপ্তাহ থেকে বিশ্বব্যাপী তেলের মূল্য কমানো হয়েছে। ফলে স্টক মার্কেটে শেয়ারের দাম পড়া শুরু হয়েছে, অপরদিকে তেলের উৎপাদকদের পকেটে ক্যাশ কমলেও কনজ্যুমারদের হাতে একটু বাড়তি খরচের টাকা যাচ্ছে- যা মার্কেটের জন্য পজিটিভ দিক হলেও শেয়ার মার্কেটের জন্য নেগেটিভ এক ধারা শুরু হয়ে গেছে।
অবশ্য ইউকের মার্কেট হিট করার কারণ হলো এফটিএস-১০০ শেয়ার রিসোর্স রিলেটেড ২৫% পর্যন্ত হুয়ার ফলেই হয়েছে। তবে ইউকেতে পেট্রোলের উপর হাই ট্যাক্স বসানো থাকায় ক্রুড প্রাইস নিম্নগামী হওয়ার কারণে আমেরিকার কনজ্যুমাররা যেভাবে লাভবান হবেন, যুক্তরাজ্যের জনগণ সেরকম কোনো লাভবান হওয়ার সম্ভাবনা নেই।
এখানে সব চাইতে বড় যে প্রশ্ন হলো তেলের মূল্য হ্রাসের ফলে সব চাইতে বেশি চ্যালেঞ্জ কী বা কোথায় হচ্ছে?
বিশ্বের সার্বিক ইকোনমির দিকে তাকালে যে দুটি দিক সহজেই নজরে আসে তা হলো তেলের মূল্য হ্রাস মূলত (০১) চীনের অর্থনীতিকে দুর্বল করার জন্য এবং (০২) আমেরিকার তেলের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার জন্য ।
আর উপরোক্ত এই দুটি ক্ষেত্রকে বিশ্বের অর্থনীতি ও রাজনীতি বিশারদদের কাছ থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুকৌশলে বলা হচ্ছে এর কারণ মূলত আমেরিকা এবং শেলের ডাইরেকশন পরিবর্তন হেতু- যা একেবারেই সত্য নয়। আবার পরক্ষণেই সিএনএন সহ ব্লুমবার্গ ও বিবিসির কোনো কোনো এনালাইসিসে বলা হচ্ছে রাশিয়া ও ইরানের ডাইরেকশনের কারণে- সেটাও কোনোভাবেই সত্যের ধারে কাছেও নেই, যদিও বিরাজমান রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক অবস্থার প্রেক্ষিতে অনেকেই আপাত কারণ নির্ণয়ের চেষ্টা করছেন। সেটা কোনোভাবেই সত্য নয়।
আমেরিকা বর্তমানে নতুন মাত্রার হাইড্রলিক, ফ্রাকচারিং এবং হরাইজন্টাল ড্রিলিং সিস্টেম ইনস্টল করেছে- উপরের দুই ফ্যাক্টরসমূহকে সামনে নিয়েই আমেরিকার এই নয়া টেকনোলজির অবস্থায় ২০১৫ সালের জন্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তেলের ফোরকাস্ট করেছেন। এর ফলে যেখানে আগে নির্ধারণ করা হয়েছিলো প্রতিদিন ১.১ বিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের সেখানে এসে বর্তমানে মূল্য হ্রাসের কারণে ৯০০,০০০ ব্যারেল প্রতিদিন কম উত্তোলন করতে হবে। কিন্তু বিপরীতে আমেরিকার তেল উৎপাদন প্রতিদিন ৬৮৫,০০০ ব্যারেল বৃদ্ধি করা হবে। ফলশ্রুতিতে তেলের মূল্য আরো কমানোর সুপারিশ করা হয়েছে। তার মানেই হলো মার্কেট ঘুরে গিয়ে আরো নিম্নগামী হবে, যা ইতোমধ্যেই শুরু হয়েছে। গত সপ্তাহে একাই নীচে নেমে ১১ পার্সেন্ট হয়েছে।
মজার ব্যাপার হলো ওপেক বৈঠকে তেলের এই মূল্যহ্রাসের ব্যাপারে বাজার ক্রাইসিস নিয়ে বৈঠকে গুরুত্ব বেশ ইন্টারেস্টিং বিষয় হয়েছে। সাধারণত দাম কমলে উৎপাদন আনুপাতিকহারে কমিয়ে আনার ব্যবস্থা করা হয়ে থাকে অথচ গত মাসের (নভেম্বর) বৈঠকে ওপেকে উৎপাদন লেভেল বর্তমান অবস্থানে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওপেক প্রধান আব্দুল্লাহ আল বাদরী বলেন, তেল উৎপাদনকারী অন্যদের উদ্দেশ্যে ঐ সিদ্ধান্ত ছিলোনা।
এনালিস্টরা বলছেন, এই সিদ্ধান্ত ইউএস শেলের উৎপাদনকারীদের জন্যেই ছিলো মূলত। ইকনোমিস্টরা বলছেন, ইউএস শেল প্রাইস ১৫% পর্যন্ত ক্ষতি হবে যদি নির্দিষ্ট কিংবা যেকোনো সময়ের জন্যে হলেও ৬০ ডলার প্রতি ব্যারেল দাম রাখা হয়। বিপরীতে চীনের অর্থনীতির গ্রোথ গত ১৫ বছরের মধ্যে একই অবস্থায় রয়েছে, এমনকি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার।
চায়না আর্গুসের অয়েল এক্সপার্ট অ্যান্ডি জি বলেন, চায়নার ইন্ডাস্ট্রি সেক্টর গত ১৫ বছর ধরে সুপার এক সাইকেলের মধ্যে আছে এবং গ্রোথ স্বাভাবিক রয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদী বিশেষ করে তেলের বাজারে বিরাট ভূমিকা রাখছে।
কিন্তু সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন চায়না স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তখনি তেলের বাজারও স্বাভাবিক হয়ে যাবে সুতরাং তিনি মনে করেন আগামী পাঁচ বছরের জন্য ৬০ ডলার ব্যারেল প্রতি দাম স্বাভাবিকই আছে।
সমালোচকেরা বলছেন, তেলের মার্কেট দুর্বল মানে ডলারের দাম বৃদ্ধি বা শক্তিশালী। তারা বলছেন গত কয়েক মাস ধরে ডলারের বাজার শক্তিশালী হচ্ছে। ১৯৭০ সালের অয়েল ক্রাইসিসের সময়ে স্টার্লিং এর বিপরীতে ডলার ৫০% পর্যন্ত বৃদ্ধির রেকর্ড রয়েছে। ১৯৮০ সালে এর সুযোগে ৪০% এবং ১৯৯০ সালেও এর অর্ধেক বৃদ্ধির রেকর্ডও রয়েছে। একইভাবে বর্তমানে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। গত কোয়ার্টারে ইউএস অর্থনীতি ৪% বৃদ্ধি পেয়েছে, যা জি-১০ এর জাতিসমূহের মধ্যে আমেরিকার অর্থনীতির বৃদ্ধি দ্রুততার সাথে অব্যাহত আছে। আর তেলের এই দাম হ্রাসের ফলে ০.৫% ডলারের দাম বৃদ্ধি পেয়ে ইউএস অর্থনীতিতে যোগ হবে, আর তার মানেই হলো তাদের ইন্টারেস্ট রেইট আরো বৃদ্ধি পাবে এর ফলে ডলারের আরো বৃদ্ধি এবং ডলারের বাজার শক্তিশালী হবে।
মোট কথা তেলের মূল্য হ্রাস স্বাভাবিক অবস্থায় গ্লোবাল অর্থনীতির জন্য ভালো, স্টক প্রাইসও বৃদ্ধি পাওয়া উচিৎ। কিন্তু স্বল্পমেয়াদে মার্কেটের মধ্যে এক ধরনের প্যানিক অবস্থার তৈরি হয়- অয়েল প্রাইস হ্রাসের কারণে, সঙ্গে সঙ্গে চাইনিজ গ্রোথ আশে পাশে বিরাজমান থাকার কারণে সেই মিথ আরো বাড়িয়ে তোলে। এদিকে মার্কেটে যদিও শঙ্কা তৈরি করে তথাপি এর ফলে অয়েল প্রোডিউসারের পকেটে না গিয়ে ১.৩ ট্রিলিয়ন (৮২৭ বিলিয়ন) সমান কনজ্যুমারের হাতে এনে দেয়- যা অবশ্যই এক ইতিবাচক সংবাদ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান