বগুড়া : বগুড়ায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় , বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশ এই বিশেষ অভিযানে অংশ নেয়।
অভিযানে সদর থানায় ১৭, শিবগঞ্জ ১০, সোনাতলা ৮, গাবতলী ৬, সারিয়াকান্দি ২, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ২, আদমদীঘি ৮, দুপচাঁচিয়া ৭, কাহালু ৩, শাজাহানপুর ৭ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
এসময় ২৮৬ বোতল ফেনসিডিল, ১০৩ পিস ইয়াবা এবং ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে দুই হাজারেরও বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান