
মোঃ রাসেল আহম্মাদ রিয়াদ : বর্তমান আধুনিকতার এই সময়ে জনগনের ভোগান্তির শেষ নেই, নেই কষ্টের সীমানা।
ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায়, কোনাপাড়া বাসস্টান্ড থেকে
দক্ষিন পার্শে ফার্মের মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সে এলাকায়
বসবাসরত জনগনের মতামত রাস্তার এই অবস্থার কারনে তাদেরকে প্রতিনিয়তই পড়তে
হচ্ছে বিভিন্ন সমস্যায় আর পোহাতে হচ্ছে চরম ভোগান্তী।
অগ্নীনির্বাপক গাড়ী, এম্বোলেন্স, আইনসৃঙ্খলার গাড়ী ইত্যাদি রাস্তার এই
র্দূআবস্থার কারনে সময়মত র্দূঘটনাকবল স্থলে পৈাছতে পাড়েনা। আর একটু
বৃষ্টি হলে তো কথাই নেই কর্দমাক্ত হয়ে যায় সমস্ত রাস্তা একেবারেই চলার
অনুপযোগী হয়ে পড়ে। এই ব্যাপারে ঐ এলাকায় বসবাসকারী জনগন তাদের সমাজ
প্রতিনিধি ও বর্তমান সরকারের কাছে তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ
জানান।