ইবি : পরিবহন মালিক সমিতির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষতিপূরণ প্রদানের সমঝোতা হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইবি প্রশাসন। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে এবং ৮ জানুয়ারি হতে যথারীতি সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান জানান, পরিবহন মালিক সমিতি কর্তৃক উত্থাপিত ক্ষতিপূরণের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মালিক পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক সমিতি প্রায় ২ কোটি ৬৮ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। মালিক সমিতির দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দরকষাকষি করলে ঝিনাইদহ-কুষ্টিয়ার বিআরটিএ প্রতিনিধিদের মধ্যস্থতা হয়।
মধ্যস্থতায় মালিক সমিতির দাবিকৃত ক্ষতিপূরণ মূল্যের ৫০ শতাংশ প্রদান করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়।
পরিবহন প্রশাসক আরো জানান, সর্বশেষ ১ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের শর্তে গাড়ি সরবরাহে সম্মত হয়েছে পরিবহন মালিক সমিতি। তবে তিন কিস্তিতে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হবে। যার প্রথম ৩৫ শতাংশ ১০ জানুয়ারি, পরবর্তী ৪০ শতাংশ ৩০ জানুয়ারি এবং বাকি অংশ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে পরিশোধের শর্তে পরিবহন সরবরাহে মালিক সমিতি সম্মত হয়েছে বলে জানান তিনি।
এদিকে চলতি মাসের মধ্যে গাড়ি সরবরাহ স্বাভাবিক না হওয়ার ফলে আগামী ৮ জানুয়ারি থেকে ক্যাম্পাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৩০ নভেম্বর বাস চাপায় শিক্ষার্থী নিহতের জেরে ছাত্রদের তা-বের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘পরিবহন মালিক সমিতির সঙ্গে সমঝোতা হয়েছে। শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাসে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। এছাড়া ৭ জানুয়ারি সকল আবাসিক হল খুলে দেওয়া হবে’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান