ঢাকা : মানহানি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম ইউনুস খানের আদালত শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিজনক বক্তব্যের অভিযোগে বৃহস্পতিবার সকালে এডভোকেট মোস্তাফিজুর রহমান দুলাল একই আদালতে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলাগুলো দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান