ঢাকা : সফরকারী জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দলের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খেলায় প্রথমার্ধ থেকেই স্বাগতিকরা চাপের মধ্যে থাকে।
খেলা শুরুর ৫ মিনিটের সময় একটি সহজ গোলের দ্বারপ্রান্তে আসে জাপান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি জাপানের খেলোয়ার রিকি হারাকাওয়া।
এরপর ম্যাচে ১২তম মিনিটে ফ্রি কিক পায় স্বাগতিকরা। কিন্তু তাতে কোন সফলতা আসেনি। তবে প্রথমার্ধে জাপান বেশকিছু গোলের সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু গোলকিপার রাসেলের জন্য বথ্য হয় সফরকারীরা। অন্যদিকে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি সাইফুল বারীর শিষ্যরাও। ফলে গোল শূন্য ড্র রেখে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল।
তবে ম্যাচে ৬০ মিনিটে বদলি ফর্রোয়াড আসানো তাকুমা বাংলাদেশের জালে বল জড়িয়ে জাপান দলকে লিড এনে দেন। ৬৩ মিনিটে দলে পরিবর্তন আনে বাংলাদেশ জাহিদ হাসান এমিলিকে মাঠ থেকে উঠিয়ে। মাঠে নামান সাকায়েত হোসেন রনিকে। এরপর ৭৩ মিনিটে জাপান দলকে গোল উপহার দেন মিনামিনো তাকমি। দ্বিতীয় গোলের ৩ মিনিট পর আবারো বাংলাদেশের জালে বল জড়িয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন আসানো তাকুমি। এরপর বাকি সময় গোল পায়নি কোন দল। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান