ফারুক আহম্মেদ সুজন : ডেমরা (ডিএনডি) বাঁধের পানি সংরণ খালের দুই পাশে ডেমরা, রানীমহল, সারুলিয়া বাজার ও গলাকাটাসহ অনেক স্থানে অবৈধভাবে বহু দোকান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বালু দিয়ে ভরাট করে চলছে এ দখলপ্রক্রিয়া। স্থানীয় প্রভাবশালী একটি চক্র দোকানঘর করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে খালটি দখল করে নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়ভাবে ডিএনডি ক্যানেল হিসেবে পরিচিত ১১ কিলোমিটার দৈর্ঘ্যরে এ খালের গোদনাইল অংশ এরই মধ্যে বালু ফেলে ভরাট করা হয়েছে। বর্তমানে খালটির সারুলিয়া বাজার এলাকায় দুইশতাধিক ছোট বড় দোকান, গোডাউন, নানা নামে কাবঘর নির্মাণ
করা হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অবৈধভাবে খালভরাট বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে লিখিতভাবে অনুরোধ জানালেও ডেমরা অংশে যেসব দখলদার রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, সারুলিয়া এলাকার অবৈধ দোকান থেকে ভাড়া আদায় করছে মতাসীন দলের স্থানীয় কয়েক ব্যক্তি। এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।
গত ৪ ডিসেম্বর দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, শীতল্যা নদীতে খননযন্ত্র বসিয়ে পাইপ দিয়ে বালু খালের গোদনাইল অংশে ফেলা হচ্ছে। এলাকাবাসী জানান, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ রাব্বী, সাধারণ সম্পাদক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, চৌধুরী বাড়ি বণিক সমিতির সভাপতি মহসীন ভূঁইয়া, যুবলীগ কর্মী শহীদুল্লাহ, টুণ্ডা সেলিম ও বিএনপি কর্মী জাকির হোসেনের নেতৃত্বে এ খাল ভরাট করা হচ্ছে। ভরাটের পর বিপণিবিতান নির্মাণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। দখলদারদের ল্য ৯ বিঘা জমি দখল করে বিপণিবিতান নির্মাণ করা, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা। বিপণিবিতান নির্মাণ করে প্রতিটি দোকান ১৫ থেকে ২০ লাখ টাকায় বরাদ্দ দেয়া হবে বলে এলাকায় প্রচার করা হয়েছে।
সওজের নারায়ণগঞ্জ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম গত ১১ নভেম্বর এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। তিনি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, খালটি ভরাট করা হলে এলাকায় জলাবদ্ধতা বাড়বে। ইতোমধ্যে খাল ভরাট বন্ধ করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেয়া হয়েছে।
খালভরাট করার ব্যাপারে জানতে চাইলে চৌধুরী বাড়ি বণিক সমিতির সভাপতি যুবলীগ কর্মী মহসীন ভূঁইয়া বলেন, এ স্থাপনার সামনে একটি মসজিদ রয়েছে। জুমার নামাজের সময় মসজিদে স্থান সঙ্কুলান না হওয়ায় মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। এ জন্য ভরাট করা অংশে মসজিদটি স্থানান্তর করা হচ্ছে। বিপণিবিতান নির্মাণের কোনো পরিকল্পনা তাদের নেই।
গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম দাবি করেন, খালভরাটের বিষয়ে তিনি কিছু জানেন না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিএনডি সেচ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সায়ীদ বলেন, সরেজমিন পরিদর্শন করে জানতে পেরেছি, খালের যে অংশ পর্যন্ত বালু ভরাট করা হয়েছে, তা সওজের অধীন। বালু ভরাটের পরিমাণ আরো বাড়ালে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সওজ আমাদের কাছে অভিযোগ করবে কেন? তাদের জমি তারা দখলমুক্ত রাখবে। ত্রতে অভিযান চালাতে চাইলে পুলিশ প্রয়োজনীয় ফোর্স দেবে।
অন্য দিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। এলে ব্যবস্থা নেবো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান