পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং Logo পাটগ্রামে ভ্যান চালক জহুরুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জমে উঠেছে রূপগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচন

পারভেজ বিন হাসান : জমে উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন পনিষদের নির্বাচন ।গত শুক্রবার ১২ই ডিসেম্বর বিকাল পাঁচটায় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ওমর ফারূকের কার্যালয়ে প্রতিক বরাদ্ধের অনুষ্ঠান শুরু হয় ।এ সময় উপস্থিত ছিলেন ।রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আগামী নির্বাচনে আবারও চেয়াম্যান পার্থী আবু হোসেন ভুইয়া রানু চেয়াম্যান পার্থী ,ইসলামী শাসনতন্ত্র আন্দলনের মোঃ আলহাজ মফিজ উদ্দীন, মোঃ ওমর ফারুক ,মোঃ কবির হোসেন ,একই প্রতিক আনারস মার্কা দু জন পার্থী আবু হোসেন ভুইয়া রানু এবং কবির হোসেন চাওয়ায় নির্বাচন কমিশনার ওমর ফারুক লটারী দেন ।লটারীতে আবু হোসেন ভুইয়া রানু আনারস প্রতিক পান ,কবির হোসেন পান মোটর সাইকেল ,আলহাজ মফিক উদ্দীন পান দোয়াত কলম প্রতিক ,অপর পার্থী ওমর ফারূক পান তালা চাবী ।প্রতিক বরাদ্ধে সাথে সাথে মিছিল করা নিষেধ থাকলেও আনন্দে মেঠে উঠে মিছিল করতে শুরু করেন। চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা মেম্বার এবং মেম্বার প্রার্থীর কর্মি সর্মথকরা ।সে দিন সংরক্ষিত মহিলা আসন এবং মেম্বার পার্থীদেরও প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এদিকে রূপগঞ্জ ইউনিয়ন ঘুরে দেখাগেছে ।হাট-বাজার ,রাস্তা গাট চায়ের দোকানে শুদু নির্বাচনী আলাপ আলোচনা ।কে কি করেছে ,কার কি অবস্থান, কার কেমন চরিত্র সে বিষয়ই আলোচনা শোনা যায়।যে যার সমর্থক সে তার প্রার্থীর সুনাম বলে ভোটারদের মন কারার চেষ্ঠা করছে ।তবে সাধারন ভোটাররা এ সব বাণী শুনতে নারাজ ।তাদের কথা হল যারা তাদের সুখ দুঃখে পাশে থাকবে ।যারা জনগনে জন্য কাজ করবে তাদেরকেই তারা আগামী ২৮ই ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে উইনিয়ন পিতা চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা ।এ দিকে চেয়ারম্যান প্রার্থীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তারা বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে এলাকার উন্নয়নের বুলি উরাচ্ছেন ।
চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু বলেন ।আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সততার সাথে থেকে এলাকার যে উন্নয়ন করেছি এবং দুর্নিতির বিরূদ্ধে কাজ করেছি ।তার জন্য রূপগঞ্জ উইনিয়ন বাসী আবার আমাকে ভোট দিয়ে পূনরায় আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে বলে আমি আশা প্রকাশ করছি।
মোঃ আলহাজ মফিজ উদ্দীন বলেন । আমি দীর্ঘ দিন যাবত এলাকার মানুষের সাথে মিশে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি । আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসাবে কবুল করেন তাহলে আমি এই ইউনিয়নকে একটি আর্দশ ইউনিয়ন হিসাবে ঘরে তুলব ইনশা আল্লাহ
এডভোকেট কবির হোসেন বলেন ।মানুষ পরিবর্তন চায় ।আমি রূপগঞ্জ ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই ।আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে উইনিয়ন বাসীর উন্নয়নে নিজে কে বিলিয়ে দেব ।
মোঃ ওমর ফারুক বলেন । আমি দীর্ঘ দিন পরিষদে ছিলাম ,আমি জানি কি ভাবে এলাকার উন্নয়ন করতে হয় ।সে অভিগ্যতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চাই ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং

জমে উঠেছে রূপগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচন

আপডেট টাইম : ০২:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪

পারভেজ বিন হাসান : জমে উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন পনিষদের নির্বাচন ।গত শুক্রবার ১২ই ডিসেম্বর বিকাল পাঁচটায় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ওমর ফারূকের কার্যালয়ে প্রতিক বরাদ্ধের অনুষ্ঠান শুরু হয় ।এ সময় উপস্থিত ছিলেন ।রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আগামী নির্বাচনে আবারও চেয়াম্যান পার্থী আবু হোসেন ভুইয়া রানু চেয়াম্যান পার্থী ,ইসলামী শাসনতন্ত্র আন্দলনের মোঃ আলহাজ মফিজ উদ্দীন, মোঃ ওমর ফারুক ,মোঃ কবির হোসেন ,একই প্রতিক আনারস মার্কা দু জন পার্থী আবু হোসেন ভুইয়া রানু এবং কবির হোসেন চাওয়ায় নির্বাচন কমিশনার ওমর ফারুক লটারী দেন ।লটারীতে আবু হোসেন ভুইয়া রানু আনারস প্রতিক পান ,কবির হোসেন পান মোটর সাইকেল ,আলহাজ মফিক উদ্দীন পান দোয়াত কলম প্রতিক ,অপর পার্থী ওমর ফারূক পান তালা চাবী ।প্রতিক বরাদ্ধে সাথে সাথে মিছিল করা নিষেধ থাকলেও আনন্দে মেঠে উঠে মিছিল করতে শুরু করেন। চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা মেম্বার এবং মেম্বার প্রার্থীর কর্মি সর্মথকরা ।সে দিন সংরক্ষিত মহিলা আসন এবং মেম্বার পার্থীদেরও প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এদিকে রূপগঞ্জ ইউনিয়ন ঘুরে দেখাগেছে ।হাট-বাজার ,রাস্তা গাট চায়ের দোকানে শুদু নির্বাচনী আলাপ আলোচনা ।কে কি করেছে ,কার কি অবস্থান, কার কেমন চরিত্র সে বিষয়ই আলোচনা শোনা যায়।যে যার সমর্থক সে তার প্রার্থীর সুনাম বলে ভোটারদের মন কারার চেষ্ঠা করছে ।তবে সাধারন ভোটাররা এ সব বাণী শুনতে নারাজ ।তাদের কথা হল যারা তাদের সুখ দুঃখে পাশে থাকবে ।যারা জনগনে জন্য কাজ করবে তাদেরকেই তারা আগামী ২৮ই ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে উইনিয়ন পিতা চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা ।এ দিকে চেয়ারম্যান প্রার্থীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তারা বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে এলাকার উন্নয়নের বুলি উরাচ্ছেন ।
চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু বলেন ।আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সততার সাথে থেকে এলাকার যে উন্নয়ন করেছি এবং দুর্নিতির বিরূদ্ধে কাজ করেছি ।তার জন্য রূপগঞ্জ উইনিয়ন বাসী আবার আমাকে ভোট দিয়ে পূনরায় আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে বলে আমি আশা প্রকাশ করছি।
মোঃ আলহাজ মফিজ উদ্দীন বলেন । আমি দীর্ঘ দিন যাবত এলাকার মানুষের সাথে মিশে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি । আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসাবে কবুল করেন তাহলে আমি এই ইউনিয়নকে একটি আর্দশ ইউনিয়ন হিসাবে ঘরে তুলব ইনশা আল্লাহ
এডভোকেট কবির হোসেন বলেন ।মানুষ পরিবর্তন চায় ।আমি রূপগঞ্জ ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই ।আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে উইনিয়ন বাসীর উন্নয়নে নিজে কে বিলিয়ে দেব ।
মোঃ ওমর ফারুক বলেন । আমি দীর্ঘ দিন পরিষদে ছিলাম ,আমি জানি কি ভাবে এলাকার উন্নয়ন করতে হয় ।সে অভিগ্যতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চাই ।