যশোর : দিনে দুপুরে যশোরের বেনাপোলে বিজিবি ক্যাম্পের সামনে থেকে দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হুন্ডির টাকা নিয়ে যাওয়ার সময় সিদ্দিকুর রহমান (৪০) ও শামছুল আলম (৩৫) এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।
সিদ্দিকুর বেনাপোল পোর্ট থানার ২ নং ঘিবা গ্রামের ও শামছুল বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
সিদ্দিকুর ও শামছুল জানায়, বেনাপোল চেকপোস্টের মো. আলী এন্টারপ্রাইজের মালিক সুমনের কাছ থেকে তাদের পাওনা টাকা নিয়ে যশোরে তাদের ব্যবসায়িক কাজের জন্য বেনাপোল বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বেনাপোল চেকপোস্ট সূত্র জানায়, মো. আলী এন্টারপ্রাইজের মালিক সুমন দীর্ঘদিন যাবত ভারতের সঙ্গে হুন্ডির ব্যবসা করে। সে সিদ্দিক ও শামছুর কাছে ভারত থেকে আসা হুন্ডির টাকা নির্দিষ্ট লোকের কাছে পৌঁছানোর জন্য পাঠালে ছিনতাইকারীরা আগে থেকেই আঁচ করতে পেরে সশস্ত্র অবস্থায় তাদের নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়।
বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, ছিনতাই হয়েছে এমন খবর শুনেছি। এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান