রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। ওই পুলিশ কর্মকর্তা ভয়ভীতি দেখিয়ে একটি বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা সুমী রানী।
আজ শনিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি নয় ছটাক জমির ওপর দোতলা বাড়ি ১২ লাখ টাকায় ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকার বায়না করেন। পরবর্তিতে জমিটি রেজিস্ট্রি করতে টালবাহানা করতে থাকে জমির মালিকরা। এভাবে ৬ (ছয়) মাস অতিক্রান্ত হওয়ার পর মালিকদের একজন গোপনে নয় ছটাক জমির মধ্যে চয় ছটাক জমি বোয়ালিয়া মডেল থানার এএসআই হিমাংসুর কাছে বিক্রি করে দেয়।
এতে মধু তার অপর দুই ভায়ের কোন সম্মতি নেয়নি এমনকি খারিজ খাজনার তোয়াক্কাও করেননি। এএসআই হিমাংসু জমির এক মালিক মধুর বিরুদ্ধে আনীত একটি অভিযোগ তদন্তে এসে কথিত বাড়ি বিক্রয়ের ব্যাপারটি জেনে ধান্দাবাজি করার জন্য অত্যন্ত গোপনে এবং অন্য ওয়ারিশের সাথে আলোচনা না করে ৬ ছটাক জমি কিনে নেন। যা সম্পূর্ণ অবৈধ।
সুমী রানি অভিযোগ করেন, তিনি বায়নার টাকা ফেরত দিতে বললেই তারা প্রাণনাশের হুমকি দেয় এবং গালাগালি করে। পুরো ব্যাপারটি হিমাংসুর সামনে ঘটেছে। এর আগে বছর ছয়েক আগে টিকাপাড়া খুলিপাড়ার আরডিএ এর অনুমোদনহীন এক চোরাচালানীকে ভয়ভীতি দেখিয়ে তার তিন তলা বাড়িটিও হিমাংসু কিনে নেন এবং বাড়িটিতে তিনি বসবাস করতে থাকেন।
সংবাদ সম্মেলন থেকে সুমী রানী পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দাবি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান