সুনামগঞ্জ : সুনামগঞ্জে এক কলেজে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন বখাটেকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ সাজা প্রদান করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা বেগম।
দণ্ড প্রাপ্তরা বখাটেরা হলো; সদর উপজেলার তেঘরিয়া এলাকার মৃত নুরুল মিয়ার ছেলে তৈয়বুর রহমান রাহি (২২), উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বলবপুর গ্রামের কুদ্দুছ আলীর ছেলে নাসির আহমদ (১৮) এবং কোরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আশরাফ আলীর ছেলে আকমল হোসেন (১৮)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল দণ্ডপ্রাপ্ত তিন বখাটে। বিষয়টি জেনে বেলা সাড়ে তিনটার দিকে সাবইন্সপেক্টর (এসআই) এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম কলেজের সামনে থেকে তাদেরকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে সাজা প্রদান করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান