বাংলার খবর২৪.কম,ডেস্ক : কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার জেরে পুলিশ ও প্রতিবাদীদের সংঘর্ষে উত্তাল হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসন শহর। প্রতিবাদে শুক্রবারও রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ।
প্রতিবাদীদের ঠেকাতে রায়ট গিয়ার পরে রাস্তায় নামে পুলিশ। পুলিশের অভিযোগ, প্রতিবাদীরা বাজারের সামনে দাঁড়িয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের সর্বস্ব লুঠ করছিলেন।
পুলিশের দাবি, মিশেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ কিশোর একটি দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণেই তার উপর গুলি চালানো হয়েছিল।
প্রসঙ্গত, প্রায় সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের ফার্গুসনে পুলিশের গুলিতে প্রাণ হারায় কৃষ্ণাঙ্গ এক কিশোর। তার মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। দাবি ওঠে, আততায়ী পুলিশের পরিচয় প্রকাশ করার।
মিশেল হত্যাকে কেন্দ্র করে খেপে ওঠেন ওই অঞ্চলের কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। অভিযোগ ওঠে বর্ণ বিদ্বেষের। গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয়। শুক্রবার আততায়ী পুলিশ অফিসারের পরিচয় প্রকাশ হওয়ার পর তার শাস্তির দাবিতে প্রতিবাদী হয়ে ওঠেন সাধারণ মানুষ।
ব্রাউনের বিরুদ্ধে যে দোকানটি ডাকাতির অভিযোগ উঠেছিল, সেই দোকানটির উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের উপর পাথর ছোড়ে প্রতিবাদী জনতা।
সূত্র: নিউওয়ার্ক টামইমস, জি নিউজ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান