ডেস্ক
পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবানি হামলায় শতাধিক মৃত্যু মিছিলের পর পাওয়া গেল কিছু হৃদয়স্পর্শ করা মন্তব্য।
'বন্দুক হাতে ওই আঙ্কেলরা খুব রাগি আর বাজে'-(জঙ্গি কবল থেকে মুক্ত এক শিশু)-ছুটতে ছুটতে সেনাবাহিনীর কাছে এসেই পাঁচ বছরের ছোট্ট মেয়েটার মুখে হাসি ফুটল। নিজে থেকেই ও বলে উঠল, ওই দুষ্টু আঙ্কেলগুলোর দাড়ি আছে, আরবি ভাষায় কিছু বলছিল। তারপরে বলল, বন্দুকহাতে ওই আঙ্কেলরা খুব দুষ্টু, খুব বাজে।
ওদের বড় করতে আমাদের ২০ বছর লেগে গেছে, আর ওরা ২০ মিনিটে সব শেষ করে দিল-- (কাঁদতে কাঁদতে স্কুলে ২০ বছরের এক মৃত ছাত্রের বাবা বললেন)।
আজ একটু তাড়াতাড়িই ছুটি হয়ে গেল- ( সেই স্কুলের এক অভিভাবক)-সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বললেন সেই অভিভাবক।
এটা কী ধরনের জেহাদ- ( সেই স্কুলের এক কর্মী)।– ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান